সুরমা টাইমস ডেস্কঃ
সিলেটের জৈন্তাপুরে ভারতীয় ঔষধের চালান জব্দ করেছে পুলিশ। আজ সোমবার (১৮ই সেপ্টেম্বর) সকাল সোয়া ৮টার দিকে জৈন্তাপুর উপজেলার চাঙ্গিল ব্রিজের পশ্চিম পাড় থেকে পুলিশ চালানটি জব্দ করে।
জৈন্তাপুর মডেল থানার সাব-ইন্সপেক্টর শাহীদ মিয়া সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।
এ সময় চাঙ্গগীল এলাকায় ব্যাটারি চালিত টমটম গাড়ি তল্লাশি করে ভারতীয় বিভিন্ন ব্যান্ডের মূল্যবান ঔষধ সামগ্রী জব্দ করা হয়।
এসময় চোরাচালানের সাথে জড়িত দুইব্যক্তিকেও আটক করা হয়। জব্দকৃত ঔষধের বাজার মূল্য প্রায় ৮ লাখ টাকা বলে পুলিশ জানিয়েছে।
চোরাচালানের সাথে জড়িত ২ জন হলেন, কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার চন্দ গ্রামের বাসিন্দা জমরোদ মিয়ার ছেলে ফয়জুল করিম মিন্টু (৪২) এবং জৈন্তাপুর আসামপাড়া আদর্শ গ্রামের সবুজ মিয়ার ছেলে সোহেল আহমদ (২৩) ।
সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মো. সম্রাট তালুকদার জানান, আজ সোমবার সকালে দুই ব্যক্তি বিপুল পরিমাণ ঔষধ নিয়ে জৈন্তাপুর উপজেলার চাঙ্গিল ব্রিজ হয়ে বাস স্ট্যান্ডের দিকে আসছিল।
এসময় পুলিশ তাদেরকে আটক করে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় ঔষধ জব্দ করে। আটককৃতরা জানিয়েছে, ভারত থেকে চোরাইপথে এনে ঔষধগুলো তারা ঢাকায় পাঠানোর চেষ্টা করছিল।