মহানগর বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে সিলেট জেলা ও মহানগর যুবদলের অভিনন্দন

সুরমা টাইমস ডেস্কঃ

 

কাউন্সিলের মাধ্যমে নবনির্বাচিত সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুবকে অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ। নবনির্বাচিত নেতৃবৃন্দের মাধ্যমে মহানগর বিএনপি আগামীর সকল আন্দোলন সংগ্রামে অগ্রনী ভুমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

শুক্রবার এক অভিনন্দন বার্তায় সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট
জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক মকসুদ আহমদ এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন বলেন, ঐতিহাসিক কাউন্সিলের মাধ্যমে ওয়ার্ড নেতৃবৃন্দের প্রত্যক্ষ ভোটে সিলেট মহানগর বিএনপির নেতৃত্ব নির্বাচন সিলেটের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

 

নবনির্বাচিত সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব তৃনমূলের ভোটে নেতা নির্বাচিত হয়েছেন। আমরা প্রত্যাশা করি ফ্যাসিস্ট সরকারের পতন আন্দোলনে নবনির্বাচিত নেতৃবৃন্দ অগ্রনী ভুমিকা পালন করবে। সিলেট জেলা ও মহানগর যুবদল বিএনপির সকল আন্দোলন সংগ্রামে অতীতের ন্যয় গুরুত্বপূর্ণ ভুমিকা পালনে প্রতিশ্রুতিবদ্ধ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।