মহানগর বিএনপির কাউন্সিল জাতীয় রাজনীতিতে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে – এটিম ফয়েজ উদ্দিন
সুরমা টাইমস ডেস্কঃ
সিলেট মহানগর বিএনপির কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার ও জেলা বারের দুইবারের সভাপতি এটিএম ফয়েজ উদ্দিন বলেছেন, সিলেট মহানগর বিএনপির কাউন্সিল জাতীয় রাজনীতিতে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে। প্রায় দুইহাজারের মতো ভোটারদের স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করা হয়েছে। প্রতিটি ওয়ার্ডের ৭১জন করে মোট ১৯১৭জন ভোটারের ছবিসহ তালিকা প্রণয়ন করা হয়েছে। কাউন্সিলের প্রথম অধিবেশন সকাল ৯টায় শুরু হবে এবং ২য় অধিবেশনের বিকাল ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহন করা হবে।
ভোট প্রদানকালে কেউ মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবে না। নির্ধারিত সময়ে অর্থাৎ ২টি অধিবেশনেই ২৭টি ওয়ার্ডের ভোটারদের উপস্থিত হতে হবে। আগামী দিনে সিলেট নগরীর বিএনপির নেতৃত্ব ভোটাররা এই কাউন্সিল থেকেই নির্ধারিত করবে। তিনি বুধবার (৮ই মার্চ) বিকাল তিনটার সময় মহানগর বিএনপির ভাতালিয়াস্থ অস্থায়ী কার্যালয়ে ২৭টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক এর কাছে ভোটার তালিকা হস্তান্তর অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এই কথাগুলো বলেন।