হোলির রঙের মতো মানুষের জীবনেও যেনো নানা রঙের ছটা পড়ে : নিরাজ কুমার জয়সাওয়াল

সুরমা টাইমস ডেস্কঃ

 

ভারতের সহকারী হাইকমিশনার নিরাজ কুমার জয়সাওয়াল বলেছেন, হোলি ধমীর্য় অনুষ্ঠান হলেও নানা বর্ণের, নানা সমাজের মানুষ এতে মিলিত হন। ভারতে এ উৎসব বড় পরিসরে আয়োজিত হয়ে থাকে।

হোলির উৎসবের এ সময়ে প্রকৃতি অপরূপ সাজে সেজে ওঠে। হোলির রঙের মতো মানুষের জীবনেও যেনো নানা রঙের ছটা পড়ে। হোলি যে ধারণা নিয়ে আমরা উদযাপন করি সেটি যেনো সবার পূর্ণ হয়।

বুধবার সকাল ১০টায় সিলেট নগরের মনিপুরি রাজবাড়ি এলাকার শ্রী শ্রী মহাপ্রভু মণ্ডপে সিলেটে একাডেমি ফর মনিপুরী কালচার অ্যান্ড আর্টসের (এমকা) আয়োজনে অনুষ্ঠিত হোলি উৎসবের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে এমকার সভাপতি দিগেন সিংহের সভাপতিত্বে ও পূরবী রায়ের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন এমকার সাধারণ সম্পাদক নৃত্য পরিচালক সান্তনা দেবী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উদীচি সিলেটের সাবেক সভাপতি ও মনিপুরি সহিত্য সংসদের সভাপতি এ কে শেরাম, মুক্তিযুদ্ধ গবেষক অপূর্ব শর্মা, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, তথ্যচিত্র নির্মাতা নিরঞ্জন দে।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন নাট্য ব্যক্তিত্ব উত্তম সিংহ রতন, সমেরন্দ্র সিংহ, রিমা দেব। অনুষ্ঠানের শুরুতে আয়োজকদের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের উত্তরিয় পড়িয়ে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মনিপুরী নৃত্য এখন শুধু মনিপুরী সম্প্রদায়ের নয়, বাঙালি জাতী ও সংস্কৃতির ঐতিহ্যে রূপ নিয়েছে। বাঙালির জাতীয় সংস্কৃতিতে যোগ হয়েছে মনিপুরী নৃত্য। মনিপুরী নৃত্য দেশের সীমানা পেরিয়ে বিশ্বে সুনাম কুঁড়াচ্ছে। যা বাঙালি জাতির জন্য গৌরব ও অহংকারের। বাঙালি জাতি গোষ্ঠির সংস্কৃতির সঙ্গে মনিপুরী সংস্কৃতির মেলবন্ধনে আরও সামনে এগিয়ে নিয়ে যাবে।

আলোচনা অনুষ্ঠান শেষে এমকার শিল্পীদের অংশ গ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।