ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ১৭ বছর পর আটক
সুরমা টাইমস ডেস্কঃ
গাজীপুর জেলার শ্রীপুর এলাকা হতে ২০০৬ সালে নাটোরের দুর্গাপুর থানার একটি ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘ ১৭ বছর যাবৎ পলাতক আসামী মিলন আহম্মেদ মেরাজ (৬৩)’কে গ্রেফতার করেছে র্যাব-৩।
গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন বাঘেরবাজার এলাকা হতে নাটোর জেলার দুর্গাপুর থানায় দায়েরকৃত ২০১৬ সালের একটি ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘ ১৭ বছর যাবৎ পলাতক আসামি ১। মিলন আহম্মেদ মেরাজ (৬৩), পিতা-মোঃ ইউনুছ আলী, সাং-আগাদিঘা, থানা-নাটোর সদর, জেলা-নাটোরকে ২৫/০২/২০২৩ তারিখ ০৩৪৫ ঘটিকায় গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
অধিনায়ক জানান, ধৃত আসামির বিরুদ্ধে নাটোর জেলার দুর্গাপুর থানায় ২০০৬ সালের ০১ টি ধর্ষণ মামলা রয়েছে। মামলার পর থেকে ধৃত আসামী দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২২ সালে বিজ্ঞ আদালত ধৃত আসামীকে যাবজ্জীবন সাজা প্রদান করেন।
ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।