সুরমা টাইমস ডেস্ক :
চিকিৎসক এবং আইনজীবীদের সেবা ফি বা ভিজিটের হিসাব নেওয়ার বিষয়ে সরকার উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে। গতকাল সোমবার (১৭ই ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসক সম্মেলন শেষে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এ বিষয়ে ইঙ্গিত দেন।
সালেহউদ্দিন আহমেদ জানান, চিকিৎসকরা রোগীদের কাছ থেকে যে অর্থ গ্রহণ করেন, সেক্ষেত্রে কোনো রসিদ বা প্রমাণপত্র প্রদান করা হয় না, যা কর আদায়ের ক্ষেত্রে সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ।
এই অর্থের হিসাব সংগ্রহ ও সংরক্ষণের সঠিক পদ্ধতি নিয়ে জেলা প্রশাসক সম্মেলনে বিস্তারিত আলোচনা হয়েছে।
চিকিৎসকেরা রোগীদের কাছ থেকে আদায়কৃত অর্থের যেমন রিসিট দেন না, আইনজীবীরাও মক্কেলদের এমন কিছু দেন না। এ প্রসঙ্গে সাংবাদিকেরা জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘হ্যাঁ, আইনজীবীদের বিষয়টিও আলোচনায় এসেছে।’
চিকিৎসক ও আইনজীবী যাঁরা নগদ অর্থের বিনিময় সেবা দিয়ে থাকেন, তাঁদের কাছ থেকে কীভাবে কর আদায় করা যায়, সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘হ্যাঁ, আইনজীবীদের বিষয়টিও আলোচনা করা হয়েছে।’ এই ধরনের পেশাদার সেবাদানকারীরা যারা নগদ অর্থের মাধ্যমে সেবা প্রদান করেন, তাদের কাছ থেকে সঠিকভাবে ফি গ্রহণ ও কর আদায়ের বিষয়ে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়েছে।
অর্থ উপদেষ্টা আরও জানান, চিকিৎসক এবং আইনজীবী যারা নগদ অর্থের বিনিময়ে সেবা দিয়ে থাকেন, তাদের কাছ থেকে কর আদায় কিভাবে কার্যকরভাবে করা যেতে পারে, সে বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।
এই উদ্যোগের মাধ্যমে সরকারের লক্ষ্য হচ্ছে সেবা খাতে আরো স্বচ্ছতা এবং সঠিক কর ব্যবস্থা প্রতিষ্ঠা করা, যাতে দেশের অর্থনীতির প্রতি অব্যাহত সমর্থন এবং স্বচ্ছতা নিশ্চিত করা যায়।