সিলেট জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আগুন
নিজস্ব প্রতিবেদক::
সিলেট নগরীর বন্দর বাজারে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার(২৩শে ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে বন্দরবাজার এলাকায় পুলিশ সুপার কার্যালয়ের চতুর্থ তোলায় হঠাৎ ধোয়া উড়তে দেখেন কর্তব্যরতরা। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।
তাৎক্ষণিক বিদ্যুৎ সংযোগ বন্ধ করে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে কয়েক মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ।
সিলেট ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে মনে হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের এ ঘটনা ঘটেছে।