দক্ষিণ রায়গড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন প্রধান শিক্ষকের যোগদান
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণ রায়গড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন প্রধান শিক্ষক আতিকুর রহমান যোগদান করেছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দপ্তরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান নাজমুল আলমের কাছে যোগদানপত্র জমাদানের মাধ্যমে বুধবার (২২ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় বিদ্যালয়ে যোগদান করেন। এসময় বিদ্যালয় অফিস কক্ষে নবাগত প্রধান শিক্ষক আতিকুর রহমানকে এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ, শিক্ষক- শিক্ষার্থী ও ম্যানেজিং সদস্যবৃন্দের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়।
যোগদান কালে উপস্থিত ছিলেন – ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক আজিজ খান, সাবেক সহসভাপতি সেলিম আহমদ, সদস্য হুছনা বেগম, সাবেক সদস্য ডাঃ আজমল হোসেন, সাংবাদিক শফিক উদ্দিন আহমেদ, সুনামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আহমেদ, সমাজসেবক কবির আহমদ,নাসির উদ্দিন নাজ, কামরান আহমদ বুলন, বাদশাহ মিয়া।
এদিকে যোগদানের পূর্বে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক আজিজ খানের সভাপতিত্বে শিক্ষার মান উন্নয়নে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। পরে বিদ্যালয় প্রতিষ্ঠা থেকে আজ পর্যন্ত যারা খেদমত করে পরলোকগমন করেছেন তাদের আত্বার মাগফিরাত করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন দক্ষিণ রায়গড় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা বোরহান উদ্দিন।
এদিকে, এই নতুন প্রধান শিক্ষকেট যোগদানের মধ্য দিয়ে দক্ষিণ রায়গড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দীর্ঘদিনের শিক্ষক সংকট কমবে বলে মনে করছেন অভিভাবক ও শিক্ষার্থীরা।
এসময় তারা আরো জানান , সদ্য যোগদানকৃত প্রধান শিক্ষকের শিক্ষকতা জীবনের সফলতা কামনা করেন।
=বিজ্ঞপ্তি