হারিছ চৌধুরীর মেয়েকে হত্যার হুমকি, থানায় জিডি

সুরমা টাইমস ডেস্কঃ

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর মেয়ে সামিরা তানজিন চৌধুরীকে হত্যার হুমকির অভিযোগ এনে সাধারণ ডায়েরি করেছেন তাঁর চাচাতো ভাই রাহাত চৌধুরী।

সোমবার (২১ ফেব্রুয়ারি) অনলাইনে আবেদনের মাধ্যমে সিলেটের কানাইঘাট থানায় এ সাধারণ ডায়েরি করা হয়। এতে তাঁদের চাচা আশিক চৌধুরীকে অভিযুক্ত করা হয়েছে।

এর আগে গত ২৩ জানুয়ারি সামিরা তানজিন চৌধুরীকে হুমকি দেওয়ার অভিযোগে আশিক চৌধুরীর বিরুদ্ধে কানাইঘাট থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছিলেন রাহাত চৌধুরী।

সিলেটের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (কানাইঘাট সার্কেল) আবদুল করিম বলেন, সোমবার রাতে রাহাত চৌধুরী অনলাইনে জিডিটি করেছেন। পুলিশ জিডিটি আদালতে পাঠানোর নির্দেশনা চাইবে। এরপর পরবর্তী আইনি প্রক্রিয়া চালানো হবে।

আশিক চৌধুরী কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও হারিছ চৌধুরীর চাচাতো ভাই।

জিডিতে উল্লেখ করা হয়, আশিক চৌধুরী গত ১৭ জানুয়ারি একটি অনুষ্ঠানে বক্তব্যের একপর্যায়ে হারিছ চৌধুরীর মেয়ে সামিরা তানজিন চৌধুরীকে ‘গলাটিপে হত্যা’ করার কথা বলেন। এ সময় হারিছ চৌধুরীর পরিবারের অন্য সদস্যদের নিয়েও বিষোদ্‌গার করেন তিনি।

উল্লেখ্য, গত বছরের ১১ জানুয়ারি রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘হারিছ চৌধুরীর মৃত্যু’র খবর জানিয়ে একটি স্ট্যাটাস দিয়ে আলোচনায় আসেন তার চাচাতো ভাই আশিক চৌধুরী। তখন তিনি ফেসবুকে লিখেছিলেন, ‘২০২১ সালের সেপ্টেম্বরে করোনায় আক্রান্ত হয়ে হারিছ চৌধুরী মারা গেছেন।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।