আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জেলা শ্রমিক লীগের বিভিন্ন কর্মসূচী পালন


মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ সিলেট জেলা শাখার উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। (২১ ফেব্রুয়ারি) মঙ্গলবার সকাল ৮টায় জাতীয় শ্রমিক লীগ সিলেট জেলা শাখার অর্ন্তভূক্ত বিভিন্ন বেসিক সংগঠন মিছিল সহকারে ঐতিহাসিক রেজিষ্টারী মাঠে জেলা আওয়ামীলীগের প্রভাত ফেরীতে অংশগ্রহণ করেন।
পরে সকাল সাড়ে ৮টায় জেলা আওয়ামীলীগের প্রভাতফেরী রেজিষ্টারী মাঠ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্থবক অর্পণ করা হয়েছে।

সিলেট জেলা শ্রমিক লীগের সভাপতি প্রকৌশলী এজাজুল হক ও সাধারন সম্পাদক শামীম রশীদ চৌধুরী নেতৃত্বে পুষ্পস্থবক অর্পণকালে উপস্থিত ছিলেন- সিলেট জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি আব্দুল জলিল, সহ-সভাপতি আজিজুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক জাহাঙ্গীর খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রকৌশলী আনোয়ার হোসেন,

সহ-সম্পাদক ও জেলা নির্মান শ্রমিক লীগের সাধারন সম্পাদক নুর এ আলম, সহ-সম্পাদক ও জেলা স্বর্ণশিল্পী শ্রমিক লীগের সাধারন সম্পাদক সমেন্দ্র সিংহ, জেলা যুব শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আদনান খান হেলাল, সিনিয়র সদস্য ও সড়ক ও জনপথ সিবিএ সিলেট শাখার সিনিয়র সহ-সভাপতি রুস্তম খান, সিনিয়র সদস্য বিধুভূষণ চক্রবর্তী,

সদস্য অপূর্ব কান্তি দাস, সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি মকবুল হোসেন, দক্ষিন সুরমা শ্রমিক লীগের সাধারন সম্পাদক আব্বাস আলী, সিনিয়র সহ-সভাপতি ইহছাক আলী মেম্বার, টি এন্ড টি ফেডারেল ইউনিয়ন সিবিএ সিলেট অঞ্চলের সাধারন সম্পাদক মুনির আলী, ব্যাংক কর্মচারী ফেডারেশনের প্রাক্তন সভাপতি মোফাখখারুল ইসলাম,

বাংলাদেশ ব্যাংক সিবিএ সিলেট শাখার সভাপতি আজিজুর রহমান, জনতা ব্যাংক সিবিএ সিলেট অঞ্চলের সাধারন সম্পাদক মীর ইয়াকুত আলী দুলাল, রুপালী ব্যাংক সিবিএ সিলেট অঞ্চলের সাধারন সম্পাদক খলিলুর রহমান, হোটেল রেস্তোরাঁ শ্রমিক লীগের সহ-সভাপতি শামীম মাহমুদ, জেলা নির্মাণ শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আকাশ মাহমুদ, বিশিষ্ট শ্রমিকনেতা বীরমুক্তিযোদ্ধা ওহিদ মিয়া, জেলা অটোবাইক শ্রমিক লীগের নেতা শফিকুল ইসলাম শামীম প্রমুখ।

 

 

==বিজ্ঞপ্তি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।