Surma Times | Sylhet News

সিলেটের প্রথম অনলাইন সংবাদ পোর্টাল

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা এনামুল মজিদ চৌধুরীর দাফন সম্পন্ন

সিলেট সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ডের রোরহানাবাগ ৩৯ নং বাসার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা এনামুল মজিদ চৌধুরী শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাত ২টা ২০ মিনিটে নগরীর উইমেন্স মেডিকেল হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন (ইন্নালিল্লাহি………….রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম বীর মুক্তিযোদ্ধার গ্রামের বাড়ি গোলাপগঞ্জ উপজেলার সন্দিশাইল এলাকায়।

বেলা ২টায় জেলা প্রশাসনের পক্ষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল তাকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করে।
রাষ্ট্রীয় সম্মাননা প্রদানকালে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলা কমিটির আহ্বায়ক মনোজ কপালী মিন্টু, মুক্তিযোদ্ধার সন্তান শামীম ইকবাল, বিশিষ্ট সমাজসেবী খাইরুল আলম চৌধুরী, সাইফুল আলম চৌধুরী, জাকারিয়া ইকবাল, নজরুল ইসলাম চৌধুরী, মাহমুদুল মজিদ চৌধুরী, সাদ্দাম হোসেন, কয়ছর আহমদ, জাওয়াদ ইকবাল, আনোয়ার হোসেন প্রমুখ।

 

 

বিজ্ঞপ্তি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।