Surma Times | Sylhet News

সিলেটের প্রথম অনলাইন সংবাদ পোর্টাল

বাহুবলে বাস উল্টে নিহত ৪

হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কের বাগানবাড়ী এলাকায় যাত্রীবাহী বাস উল্টে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলেট থেকে হবিগঞ্জমুখী হবিগঞ্জ-সিলেট বিরতিহীন এক্সপ্রেসের বাসটি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। হবিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক সাকারিয়া হায়দার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে ৩টি লাশ উদ্ধার করা হয়েছে। হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়। তবে নিহতদের পরিচয় জানা যায়নি।
হবিগঞ্জ বাসমালিক সমিতির সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায় জানান, হবিগঞ্জ-সিলেট বিরতিহীন এক্সপ্রেসের একটি বাস যাত্রী নিয়ে হবিগঞ্জ আসছিল। বাহুবলের বাগানবাড়ী এলাকায় মহাসড়কের উপরই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। এতে ৪ যাত্রী মারা গেছেন। এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম ভূঁইয়া জানান, নিহতদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।