প্রতিবন্ধী শিশুদের মাঝে ইক্বরা’র সহায়ক উপকরণ বিতরণ

স্টাফ রিপোর্টার: যুক্তরাজ্যভিত্তিক চ্যারিটি অর্গানাইজেশন ইক্বরা ইন্টারন্যাশনাল এর উদ্যোগে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়। আজ সকাল ১১টায় সিলেটের টেকনিক্যাল রোডস্থ ইক্বরা প্রতিবন্ধী শিশু হাসপাতালে অনুষ্ঠিত প্রতিবন্ধী সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল এস টিভি ইউকে’র চেয়ারম্যান আহমদ উস সামাদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইক্বরা ইন্টারন্যাশনাল এর চেয়ারম্যান মাসউদ আহমেদ।

ইক্বরা ইন্টারন্যাশনাল বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান, বিশিষ্ট সাংবাদিক মুকতাবিস উন নূরের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইক্বরা প্রতিবন্ধী শিশু হাসপাতাল পরিচালনা কমিটির চেয়ারম্যান, বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক আজির উদ্দিন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইক্বরা’র বাংলাদেশ চ্যাপ্টারের ভাইস চেয়ারম্যান, সিলেট জেলা বারের সাবেক সভাপতি এডভোকেট শহীদুল ইসলাম শাহীন, বাংলাদেশ চ্যাপ্টারের সেক্রেটারী বদরুল আমীন হারুন।

প্রধান অতিথি এডভোকেট নাসির উদ্দিন খান তার বক্তব্যে বলেন- ইক্বরা ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রতিবন্ধী শিশুদের কল্যাণে যুগান্তকারী ভূমিকা রাখছে। জেলা পরিষদের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন তিনি।

সম্মানিত অতিথির বক্তব্যে চ্যানেল এস চেয়ারম্যান আহমদ উস সামাদ চৌধুরী বলেন- কেবল প্রতিবন্ধী শিশুদের সহায়তাই নয়, বাংলাদেশেসহ বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগেও ইক্বরা আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছে। বন্যা, করোনাকালীন দূর্যোগ ও বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তায় ইক্বরা অবদান অসামান্য।

অনুষ্ঠান শেষে শারীরিক প্রতিবন্ধী শিশুদের মধ্যে স্ট্যান্ডিং ফ্রেইম, স্পেশাল চেয়ার, কর্ণার চেয়ার, ওয়াকার ইত্যাদি প্রতিবন্ধী সহায়ক সরঞ্জাম বিতরণ করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।