কোতোয়ালী মডেল থানা পুলিশ কর্তৃক ০২ (দুই) জন চিহ্নিত ছিনতাইকারী গ্রেফতার ও ছিনতাই কাজে ব্যবহৃত ০১টি মোটরসাইকেল উদ্ধার

গত ২১/০২/২০২৩খ্রিঃ তারিখ রাত অনুমান ১১.৫০ ঘটিকার সময় কোতোয়ালী মডেল থানাধীন তালতলাস্থ পার্কভিউ মেডিকেল এর গেইটের সামনে পাকা রাস্তার উপর ছিনতাইকারী ১।ইয়ামিন আহমদ (২৮) ও ২।সাদ্দামহোসেন (৩০) তাদের ব্যবহৃত একটি নাম্বার বিহীন কালো-সবুজ রংয়ের হিরো হাং মোটরসাইকেল যোগে এসে মোঃ হাবিবুর রহমান হাবিব (২৩)’কে প্রাণ নাশের ভয়ভীতি প্রদর্শন করে আতংক ও ত্রাসের সৃষ্টি করে তার হাতে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা জোর পূর্বক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে আশে পাশের পথচারী লোকজন ছিনতাইকারী ১। ইয়ামিন আহমদ (২৮) ও ২। সাদ্দাম হোসেন (৩০) দ্বয়কে আটক করেন। পরবর্তীতে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আলী মাহমুদ সাহেবের দিক নির্দেশনায় রাত্রিকালীন সিয়েরা-১ ডিউটিতে নিয়োজিত এসআই/যতন চন্দ্র পাল সঙ্গীয় ফোর্স সহ তথায় উপস্থিত হয়ে ছিনতাইকারী ১। ইয়ামিন আহমদ (২৮) ও ২। সাদ্দাম হোসেন (৩০)দ্বয়কে নিজ হেফাজতে গ্রহণ করেন এবং ঘটনায় ব্যবহৃত ০১টি মোটরসাইকেল উদ্ধার পূর্বক জব্দ করেন। উক্ত ঘটনায় মোঃ হাবিবুর রহমান হাবিব (২৩) পিতা- মোঃ লুৎফুর রহমান, মাতা- আশুরা বেগম, সাং- খাড়কি, থানা-মাধবপুর, জেলা- হবিগঞ্জ, বর্তমানে- বেতের বাজার (ছলাই মিয়ার বাসা), থানা- কোতোয়ালী, জেলা-সিলেট বাদী হয়ে ছিনতাইকারী ১। ইয়ামিন আহমদ (২৮) পিতা- আব্দুল মোনিম, মাতা- রহিমা বেগম, সাং- শ্রীরামপুর, থানা- মোগলাবাজার, জেলা- সিলেট, ২। সাদ্দাম হোসেন (৩০) পিতা- আফজাল হোসেন, মাতা- ফেরদৌসি বেগম, সাং- জামুড়ীপাড়া, সালন্দর, ওয়ার্ড নং-৭, থানা- ঠাকুরগাঁও সদর, জেলা- ঠাকুরগাঁও, বর্তমানে- চন্ডিপুল, সাহেদ মিয়ার বাসা, থানা- দক্ষিণ সুরমা, জেলা- সিলেটদ্বয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে কোতোয়ালী মডেল থানার মামলা নং-৫০, তারিখ-২১/০২/২০২৩খ্রিঃ, ধারা-৪/৫ আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ সংশোধনী ২০১৯;রুজু করা হয়। উক্ত মামলায় ধৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।

আটককৃত আসামীদের নাম ঠিকানা:

১। ইয়ামিন আহমদ (২৮) পিতা- আব্দুল মোনিম, মাতা- রহিমা বেগম, সাং- শ্রীরামপুর, থানা- মোগলাবাজার, জেলা -সিলেট।
২। সাদ্দাম হোসেন (৩০) পিতা- আফজাল হোসেন, মাতা- ফেরদৌসি বেগম, সাং- জামুড়ীপাড়া, সালন্দর, ওয়ার্ড নং-৭, থানা- ঠাকুরগাঁও সদর, জেলা- ঠাকুরগাঁও, বর্তমানে- চন্ডিপুল, সাহেদ মিয়ার বাসা, থানা- দক্ষিণ সুরমা, জেলা- সিলেট।

 

 

বিজ্ঞপ্তি ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।