সুরমা টাইমস ডেস্ক :
গতকাল সোমবার রাজধানীর বারিধারায় জামিয়া মাদানিয়া মাদরাসায় ক্যান্সার আক্রান্ত হেফাজতে ইসলামের নেতা মাওলানা এনামুল হাসান ফারুকীর সঙ্গে সাক্ষাৎ ও আর্থিক সহায়তা দেওয়ার পর রিজভী এসব কথা বলেন।
‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে এই আর্থিক সহায়তা ও মাওলানা ফারুকীর প্রতি সহমর্মিতার বার্তা পৌঁছে দেন সংগঠনটির আহ্বায়ক আতিকুর রহমান রুমন।
এ সময় ২০১৩ সালের ‘শাপলা চত্বর’ ঘটনার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, শাপলা চত্বর হত্যাকাণ্ডের সময় হেফাজতের নেতাকর্মীদের রক্ত নিয়ে তামাশা করেছিল শেখ হাসিনা। অপপ্রচার, গণহত্যা দিয়ে মুসলমানদের দমন করা যাবে না।
একই সঙ্গে বিএনপির পক্ষ থেকে ভবিষ্যতেও আলেমদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
রিজভী বলেন, পরাজিত শক্তির সঙ্গে আঁতাতের রাজনীতি কারো জন্য মঙ্গলজনক হবে না। বরং এতে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে মানুষ বিভ্রান্তিতে ভুগবে বলেও তিনি মন্তব্য করেন।