সুরমা টাইমস ডেস্ক :
বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় নব গঠিত কমিটির আহ্বায়ক মোহিদ হোসেন ও সদস্য সচিব আশরাফুল ইসলাম ইমরান সহ আহ্বায়ক কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
শুক্রবার (৩০ মে) গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, মাল্টিমিডিয়া সাংবাদিকরা এখন সমগ্র দেশব্যাপী দক্ষতা ও সুনামের সহিত পেশাগত দায়িত্বপালন করছেন।
বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় নব গঠিত কমিটির মাধ্যমে সিলেটের মাল্টিমিডিয়া সাংবাদিকতা আরো এগিয়ে যাবে তৈরি হবে দক্ষ সংবাদকর্মী নেতৃবৃন্দ প্রত্যাশা ব্যক্ত করেন।