কাজীটুলা যুব সমাজের উদ্যোগে ‘বন্ধু মহল’ এর আয়োজনে সিলেটের জনপ্রিয় পর্যটন স্পট সাদা পাথরে এক আনন্দ ভ্রমণ সফলভাবে সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৬ মে) সকাল ১১টায় কাজীটুলা যুব সমাজের সভাপতি মো. গিয়াস মিয়ার পৃষ্ঠপোষকতায় সাদা পাথরে আনন্দ ভ্রমণ শুরু করেন বন্ধুমহল।
আনন্দ ভ্রমণে অংশ নিয়ে সবাই প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হন এবং দিনব্যাপী আনন্দ-উৎসব, নৌকা ভ্রমণ, গান, খেলা ও বন্ধুত্বের মুহূর্তগুলো উপভোগ করেন।
কাজীটুলা যুব সমাজের সভাপতি মো. গিয়াস মিয়া বলেন, যুব সমাজের মাঝে বন্ধুত্ব, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি বাড়াতেই আমাদের এই আয়োজন।
কাজীটুলা যুব সমাজ সবসময়ই গঠনমূলক ও সমাজ সচেতন কার্যক্রমে অংশ নিয়ে আসছে। এই ভ্রমণের মাধ্যমে সবাইকে একত্রিত করে একটি বন্ধন সৃষ্টি করতে পেরেছি, যা ভবিষ্যতে সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমি বিশ্বাস করি।
বন্ধু মহলের পক্ষে আরও জানানো হয়, এই ভ্রমণ আমাদের জন্য শুধু বিনোদনই নয়, বরং পরস্পরের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা গড়ে তোলার একটি সুযোগ। আমরা আশা করি ভবিষ্যতেও এমন আরও উদ্যোগ গ্রহণ করে সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে পারব।
আনন্দ ভ্রমণে বন্ধু মহলের যারা উপস্থিত ছিলেন মো. দুলাল হোসেন, শাহীন আহমদ, বাবুল মিয়া, শওকত আহমদ, মানিক আহমদ, মারুফ আহমদ, সজিব আহমদ, শওকত আহমদ, সুহেল আহমদ (কুমাপাড়া) সুহেল আহমদ (অন্তরঙ্গ) নাসির আহমদ, রিপন আহমদ, রুহুল আমিন, জয়নাল আহমদ প্রমুখ।
ভ্রমণ শেষে সকলে একসাথে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন আয়োজন করার প্রত্যয় ব্যক্ত করেন।
—বিজ্ঞপ্তি