রাজবাড়ীস্থ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দির পূণঃনির্মাণ কাজের শুভ উদ্বোধন

সুরমা টাইমস ডেস্ক :

সিলেট নগরীর মনিপুরী রাজবাড়ীস্থ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দির পূণঃনির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

 

শুক্রবার (৯ মে) দুপুরে ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে মনিপুরী রাজবাড়ীস্থ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দির পূণঃনির্মাণ কাজের শুভারম্ভ করেন সিলেট রামকৃষ্ণ মিশনের পূজ্যপাদ সম্পাদক স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ।

 

অনুষ্ঠানে বক্তরা বলেন, সেবা, ভালোবাসা, পারস্পরিক সহানুভূতি ও মমত্ববোধের অনুশীলনের মধ্যে দিয়ে দেশ ও সমাজে তৈরি হতে পারে সম্প্রীতির বাতাবরণ।

 

প্রকৃত ধর্ম আচরণের মধ্যে দিয়ে মানুষ মানবিক আচরণে সমৃদ্ধ হয়। যা মানুষের সাথে মানুষের বন্ধন রচনায় প্রেরণা জোগায়। সদগুণ চর্চার মধ্য দিয়ে মানুষের ব্যক্তি জীবন আলোকিত হওয়ার পাশাপাশি প্রতিষ্ঠিত হবে বিশ্বশান্তি।

 

বক্তারা আরো বলেন, মনিপুরী রাজবাড়ীস্থ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দিরের ইতিহাস বহুপুরনো। প্রয়োজনের তাগিদে নতুন করে এই মন্দির পুণঃনির্মাণ কাজ শুরু হয়েছে। বক্তারা সুন্দর ও সুষ্ঠুভাবে নির্মাণ কাজ সমাপ্ত করতে সকলের অন্তরিক সহযোগিতা কামনা করেন।

 

এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, শ্রীহট্ট লোকনাথ ভক্তবৃন্দ পরিষদের উপদেষ্টা সান্তনু দত্ত সন্তু, শ্রীহট্ট লোকনাথ ভক্তবৃন্দ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি রামেন্দু চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অরিন্দম দত্ত চন্দন, কোষাধ্যক্ষ চন্দন দাশ।

 

এসময় অন্যান্যের মধ্যে ্উপস্থিত ছিলেন বুদ্ধদেব দাস, অর্জুন ঘোষ, তরুণ কান্তি পাল, মদন মোহন কর্মকার, পুরোহিত অমৃত লাল ভট্টাচার্য্য, সুষেন দে, স্বপন কর্মকার, সুবিনয় আচার্য্য রাজু, অংশুমান ভট্টাচার্য্য রাকু,

 

শেখালী চৌধুরী, হারাধন দেব প্রভাস, অমলেন্দু রায়, নিরঞ্জন চন্দ্র চন্দ, অরুপ চক্রবর্তী, ডা. দিলীপ ভৌমিক, রাজু দে, সবুজ তালুকদার, কল্লোল জ্যোতি জয়, মলয় ধর, ঝলক আচায্য, জুকেন দেব সহ শ্রীহট্ট লোকনাথ ভক্তবৃন্দ পরিষদের ভক্তবৃন্দ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।