সুরমা টাইমস ডেস্ক :
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরীর সাবেক সেক্রেটারী, শাহজালাল বিশ^বিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও সিলেট জেলা বারের বিশিষ্ট আইনজীবী এডভোকেট দিলোয়ার হোসেন শামীমের ২য় সন্তান নাহিয়ান (১২) বাসার ছাদ থেকে পড়ে এক মর্মান্তিক দুর্ঘটনায় ইন্তেকাল করেছে। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার বিকেলে সিলেট নগরীর যতরপুরের ৬ তলা বাসার ছাদে সাথীদের নিয়ে খেলছিল নাহিয়ান। এসময় অসাবধানতাবশত সে উপর থেকে নিচে পড়ে যায়। তাকে উদ্ধার করে জরুরী ভিত্তিতে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধিন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সে ইন্তেকাল করে। নাহিয়ান নগরীর শিবগঞ্জ স্কলার্স হোমের ৫ম শ্রেণীর শিক্ষার্থী ছিল।
শনিবার সকাল ১০টায় নগরীর মিরাবাজারস্থ শাহজালাল জামেয়া স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে জানাযা শেষে তাকে মানিক পীর (র.) কবরস্থানে দাফন করা হয়।
জানাযায় ইমামতি করেন মৃত নাহিয়ানের পিতা এডভোকেট দিলোয়ার হোসেন শামীম। বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্দুর রবের পরিচালনায় জানাযা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম,
কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল, মৃতের দাদা মাস্টার শাহিদুর রহমান,
বাবা এডভোকেট দিলোয়ার হোসেন শামীম ও মুফাসসিরে কুরআন মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার। এছাড়া জানাযার নামাজে বিভিন্ন শ্রেণীপেশার হাজার হাজার মানুষ অংশ নেন।
সিলেট জামায়াতের শোক
সিলেট মহানগর ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারী, শাহজালাল বিশ^বিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও জেলা বারের বিশিষ্ট আইনজীবী এডভোকেট দেলোয়ার হোসেন শামীমের ছেলে নাহিয়ান (১২) এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর জামায়াত নেতৃবৃন্দ।
মরহুমের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
এক যৌথ শোক বার্তায় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান,
মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী এবং জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান ও হাফিজ আনওয়ার হোসাইন খান এবং সেক্রেটারী জয়নাল আবেদীন বলেন- সাবেক ছাত্রশিবির নেতা এডভোকেট দিলোয়ার হোসেন শামীমের ছেলের মৃত্যুতে আমরা গভীর শোকাহত।
ছোট ছেলের দুর্ঘটনাজনিত এমন মৃত্যু মেনে নেয়া যে কোন পরিবারের কষ্টকর। আল্লাহ পাক বলেছেন, ‘সব প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।’ তাই মৃত্যু সবাইকে মেনে নিতে হয়।
আল্লাহ পাক রাব্বুল আল-আমীন- মরহুম নাহিয়ানের মা-বাবাসহ স্বজনদের এই শোক সইবার শক্তি দিন ও জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আমীন।