সুরমা টাইমস ডেস্ক :
সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সদ্য সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর মো. হুমায়ুন কবীর চৌধুরী অবসরোত্তর ছুটিতে গমন (পিআরএল) করেছেন।
তাঁর পিআরএল গমন উপলক্ষে সোমবার বিভাগের পক্ষ থেকে ৫ তলা একাডেমিক ভবনের নিচতলায় বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। প্রফেসর মো. হুমায়ুন কবীর চৌধুরী চতুর্দশ বিসিএসের একজন শিক্ষক কর্মকর্তা।
এমসি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক শাহ মো. জুলফাজলের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ।
এসময় তিনি বলেন, এমসি কলেজের ইতিহাস ও ঐতিহ্যের সাথে যে ক’জন শিক্ষক ওতপ্রোতভাবে জড়িত, তার মধ্যে প্রফেসর হুমায়ুন কবীর অন্যতম। শিক্ষার্থীবান্ধব এই শিক্ষক অত্যন্ত নিষ্ঠার সাথে তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালন করে গেছেন।
তিনি ছিলেন শিক্ষার্থীদের মধ্যমনি। অত্যন্ত মেধাবী এই শিক্ষক কলেজের শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদের প্রিয় একজন শিক্ষক। তিনি বহুমাত্রিক গুণের অধিকারী সর্বোপরি একজন ভালো মানুষ। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আশা করি শিক্ষার্থীরা প্রফেসর হুমায়ুন কবীর হয়ে ভূমিকা রাখবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- এমসি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন, শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর মো. গিয়াস উদ্দিন, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর মো. মাহমুদুল হাসান, এমসি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর পান্না বসু,
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইসলামের ইতহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান ড. হাবিবুর রহমান খোকন, এমসির ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ আমির হামজা মোল্লা, সহকারী অধ্যাপক ইমতিয়াজ তানভীর, সিলেট সরকারি মহিলা কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রধান মোহাম্মদ আব্দুল বাসিত প্রমুখ।
ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ইউসুফ আল আজাদ ও খাদিজা আক্তার শশীর যৌথ সঞ্চালনায় শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন- মাস্টার্স শেষ পর্বের শিক্ষার্থী রাজিব হোসাইন। আর কোরআন তিলাওয়াত করেন হাফিজ মওদুদূর রহমান।
এসময় বক্তব্য রাখেন- বিভাগের সাবেক শিক্ষার্থী মোজাম্মেল হোসেন রুবেল, সালেহ আহমদ, নজরুল ইসলাম, মো. আব্দুল্লাহ, আব্দুল আওয়াল, বুলবুল আহমদ, সুহেল আহমদ, আবুল হোসাইন, শামসুল ইসলাম সাদিক,
মাহমুদুল হাসান, সুহাইল আহমদ চৌধুরী, তানজীল চৌধুরী, মারজান উদ্দিন, কাদের বিল্লাহ, আব্দুর রহমান, কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক সেলিম আহমদ সাগর, শিবিরের সভাপতি ইসমাঈল খান সৌরভ,
বিভাগের বর্তমান শিক্ষার্থী হোসাইন, আবু নাসের, তৈয়বুর রহমান আবির, আমজাদ হোসাইন, জামিউর রহমান, মেহেদি হাসান প্রমুখ।