সুরমা টাইমস ডেস্ক :
নব উদ্যোগে-জাগ্রত হোক ঐক্যের ডাক”-এ শ্লোগান-কে সামনে রেখে” সিলেটের বিয়ানীবাজার উন্নয়ন সংগ্রাম পরিষদ “এর উদ্যোগে ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করা ও স্বাধীন ফিলিস্তিনের দাবীর প্রতি সংহতি জানিয়ে মানববন্ধন সম্পন্ন হয়েছে।
শনিবার বেলা আড়াইটায় বিয়ানীবাজার মেইন রোড নিউ মাকের্টের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
সংগঠনের সাধরণ সম্পাদক মোহাম্মদ লুৎফুল হক চৌধুরী (প্রাথমিক বিদ্যালয়ের প্রাধান শিক্ষক) এর সঞ্চালনায় ও সংগঠনের সভাপতি কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলুর সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা ফিলিস্তিনে নারী,শিশু ও বৃদ্ধদের নির্বিচারে অমানবিকভাবে গণহত্যা বন্ধ করা, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করে সমস্ত অপরাধীদের বিচার, ইসরাইলী পন্য বয়কটে রাষ্ট্রীয়ভাবে আমদানি বন্ধ করা ও সাধারণ জনগণ কর্তৃক ইসরাইলি পন্য বর্জন করার আহ্বান জানানো হয়।
সেই সাথে বিক্ষোভের নামে সিলেট শহরে ব্যবসায়ীক প্রতিষ্ঠানে হামলার তীব্র নিন্দা জানানো হয়। আগামীতে সমগ্র দেশব্যাপী কোনো ব্যবসা প্রতিষ্ঠানে এধরনের ভাঙচুর, লুটপাটের পুনরাবৃত্তি রোধকল্পে প্রশাসনের জোরালো ভুমিকা রাখার জন্য উদাত্ত আহবান জানানো হয়।
সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা পরিষদের এর সদস্য স্বও্বাধিকারী : নিউ নাহিদ ফার্মেসী সামছুল ইসলাম,সংগঠনের উপদেষ্টা পরিষদের এর সদস্য এডভোকেট আছাদ উদ্দিন,আলোর খোঁজে মানব কল্যান সংস্থার সাধারণ সম্পাদক এম শামছুল আলম, জাতীয় সাংবাদিক সংস্থা সিলেট জেলা সভাপতি এম এ রশীদ,
সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সমাজসেবক ও বিশিষ্ট রাজনীতিবিদ বিবেকানন্দ দাস, সংগঠনের সহ-সভাপতি, সমাজসেবক ও রাজনীতিবিদ শামসউদ্দিন সমছ, সংগঠনে ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আং বাছিত,
সহ-সাংগঠনিক নাজমুল ইসলাম, সংগঠনের অন্যতম সদস্য ও সংগঠক আব্দুর রহিম, মানববন্ধনে উপস্থিত ছিলেন সুতারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদ হোসেন, সিলেট মহানগর এর সাবেক ছাএনেতা বর্তমান ইতালি প্রাবাসী সমাজসেবক শাহিন হোসেন জেবলু, সংগঠনের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক মারুফ আহমদ,
প্রচার সম্পাদক শরিফ আহমেদ, সংগঠনের সদস্য কামরান হোসেন লোদী, খায়রুল ইসলাম, আব্দুল আজিজ, মোঃ সাজু মিয়া, মোঃ বাবুল মিয়াসহ আরও অনেক প্রমুখ। পরিশেষে উক্ত সংগঠন ও মানববন্ধনের সভাপতি কবি ও সাংবাদিক (শিক্ষানবিশ আইনজীবী) সাদিক হোসেন এপলু তার সমাপনী বক্তব্য প্রদান করে সভার সমাপ্তি ঘোষণা করেন।