গোয়াইনঘাটে গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের মহা সমাবেশ অনুষ্ঠিত

সুরমা টাইমস ডেস্ক :

বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন গোয়াইনঘাট উপজেলা শাখার উদ্যোগে ৪র্থ বার্ষিক মহা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুর রব এর সভাপতিত্বে ও বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম এবং গোয়াইনঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জিয়া উদ্দিন’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাঁধন কান্তি সরকার, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন গোয়াইনঘাট উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন,

 

গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ সাদিকুর রহমান, গোয়াইনঘাট থানার এসআই জাহিদ আহমদ।

বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন গোয়াইনঘাট উপজেলা শাখার ৪র্থ বার্ষিক মহা সমাবেশে বাংলাদেশের প্রেক্ষাপটে গ্রাম পুলিশ বাহিনীর প্রয়োজনীয়তার গুরুত্ব তুলে ধরে সততার সাথে মাঠ পর্যায়ে কাজ করার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, আপনারা যদি শক্তিশালী হন তাহলে প্রশাসনও শক্তিশালী হবে।

 

এতে করে মানুষের উপকার হবে।

এ সময় বক্তারা আরও বলেন, সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার আয়োতন প্রায় মেহেরপুর জেলার সমান বৃহত এই উপজেলায় ১০৯ জন গ্রাম পুলিশ কর্মরত রয়েছে।

 

প্রতিটি এলাকার ছোট বড় যে কোন সমস্যা দেখা দিলে সেখানেই ছুটে যান সংশ্লিষ্ট ইউনিয়নের গ্রাম পুলিশ। বর্তমান এই গ্রাম পুলিশ সদস্যরা প্রতিমাসে বেতন পান মাত্র ৬ হাজার ৫০০ টাকা।

 

এই সামান্য বেতনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে পরিবার-পরিজন নিয়ে অনেক গ্রাম পুলিশ তার পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

 

বর্তমান সরকারের কাছে বাজার পরিস্থিতি বিবেচনা করে বেতন বৃদ্ধিসহ সরকারি চাকরি জাতীয়করণের জন্য সরকারের কাছে অনুরোধ জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের গোয়াইনঘাট উপজেলা শাখার সকল সদস্য সমাবেশে অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।