মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন সমাজসেবক জামাল আহমদ খাঁন

সুরমা টাইমস ডেস্ক :

সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৫ পুরস্কারে সম্মানিত হলেন সিলেট এর কৃতি সন্তান তরুণ সমাজসেবক জামাল আহমদ খানঁ। মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিল এর উদ্যোগে গতকাল ( ১৯ এপ্রিল ) বিকেলে রাজধানীর বিজয়নগর পুরানা পল্টন টাওয়ার ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে মানবতার কল্যাণে মাদার তেরেসা শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি মীর হাসমত আলী তাঁর হাতে মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড সম্মাননা পদক তুলে দেন।

সম্মাননা পেয়ে জামাল আহমদ খাঁন বলেন,দারুন এক অনুভূতি মাদার তেরেসার মতো একজন ব্যক্তির সম্মাননা পেয়ে আমি সত্যিই আনন্দিত।

 

মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিল এর সভাপতি এডভোকেট মোঃ মনির হোসেন এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইবাইস ইউনিভার্সিটির উপাচার্য ও ট্রেজারার প্রফেসর ডক্টর আহসান উল্লাহ।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক নির্বাচন কমিশনার ও সচিব ড.মোহাম্মদ জকরিয়া, অর্থমন্ত্রনালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে সাবেক সচিব ডক্টর বিকণ কুমার ঘোষ।

 

 

প্রেস-বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।