সুরমা টাইমস ডেস্ক :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার আবু সায়েম বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ থেকে শেখ হাসিনা পলয়ান করেছে। কিন্তু এখানো রাষ্ট্র, সামাজ এবং রাজনীতির রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদী শেখ হাসিনার দোসররা লুকিয়ে আছে।
অত্যন্ত দুঃখের বিষয় অনেক মহল আজকে তাদেরকে পুনর্বাসনের চেষ্টা করছে। বাংলাদেশ কোনো ফ্যাসিবাদী শক্তির নয়, বাংলাদেশ কোনও বিদেশী শক্তির নয়।
কোনো বিদেশী শক্তি যদি আমাদের দেশের দিকে চোখ রাঙায়, আমাদের শহিদদের রক্তকে বৃথা করে দিতে চায় সেই বিদেশী শক্তিকে প্রতিহত করতে বাংলাদেশের জনগণ ঝাপিয়ে পড়বে। ফ্যাসিবাদের পুনর্বাসনকারীদের শহিদ ওয়াসিম ব্রিগেড রুখে দিবে।
তিনি বলেন, শহিদ ওয়াসিম ব্রিগেড আজকের এই মানববন্ধন থেকে ঘোষণা দিচ্ছে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের শেকর উৎপাঠন করা হবে। যতক্ষণ পর্যন্ত বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত আবু সাঈদ, ওয়াসিম ও মুগ্ধদের রক্তের বদলা নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত এ লড়াই চলবে।
ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আবু সাঈদ, ওয়াসিম ও মুগ্ধরা আত্মাহুতি দিয়েছিলো, হাজার হাজার বিএনপির নেতকর্মী ও সাধারণ মানুষ নির্যাতন নিপিড়নের শিকার হয়েছিল একটি সামাজিক বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য।
আজকে বাংলাদেশের ভেতর ও বাইরে ফ্যাসিবাদের দোসররা ষড়যন্ত্র করছে দেশে আবারে অস্থিতিশীল করার জন্য। আমরা সেই ষড়যন্ত্রকারী ফ্যাসিবাদের দোসরদের মেরুদণ্ড ভেঙে দেবো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা মাঠে অবস্থান করবো।
তিনি শহিদ ওয়াসিম ব্রিগেডকে ধন্যবাদ জানিয়ে বলেন, জুলাই গণ আন্দোলনের দ্বিতীয় শহিদ ছাত্রদলের ওয়াসিমকে রাষ্ট্রীয় বিভিন্ন কার্যক্রমে বাদ দেওয়া হচ্ছে। বর্তমানে যে অন্তবর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন, ওয়াসিমকে আপনারা ভুল যাচ্ছেন।
এক বার হলে ভুল, দুই বার হলে ভুল, তিন বার হলে সেটি অপরাধ। ওয়াসিমকে পাঠ্যপুস্তুকে আমরা দেখতে পারছিনা, রাষ্ট্রীয় উৎসবে দেখতে পারছি না।
এই রকম বৈষম্যের জন্য ওয়াসিমের মতো তরুণ, ছাত্র-জনতা ফ্যাসিবাদকে বিদায় করেনি। জুলাই আন্দোলনে প্রতিটি শহিদ, আহত, পঙ্গু সকলের সমমর্যাদা প্রদান করতে হবে। এই বাংলার মাটিতে কোনও ফ্যাসিবাদকে পুনর্বাসন করা যাবে না।
গত বৃহস্পতিবার (১৪ই এপ্রিল ) বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ‘শহীদ ওয়াসিম ব্রিগেড’ কেন্দ্রীয় কমিটির আয়োজনে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় শহিদ চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শহীদ ওয়াসিম আকরামের খুনি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মাহীবি তাজোয়ারকে ‘জুলাই আহত ভাতা’ প্রদানের প্রতিবাদে ও অভিলম্বে গেজেট থেকে খুনি মাহীবি তাজোয়ারের নাম প্রত্যাহার করে শাস্তির আওতায় আনার দাবিতে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন।
শহীদ ওয়াসিম ব্রিগেড’ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন আকাশের সঞ্চালনায় ও কেন্দ্রীয় সভাপতি সৈয়দ কামরুজ্জামান জুবেদের সভাপতিত্বে মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবকদল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নোমান, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক রাফিজুল হাই রাফিজ, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ওমর ফারুক চৌধুরী শাকিল, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক এনামুল হক এনাম।
উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ওয়াসিম বিগ্রেড কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম রামীম, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন, আবদুল জলিল, নুরুল ইসলাম কাজল, শফি উল্লাহ স্বপন, ডেফোডিল ইউনিভার্সিটি ছাত্রদলের সাধারণ সম্পাদক আহসানুল হক ফেরদৌস, সিলেট জেলা যুবদল নেতা এমাদ উদ্দিন এনাম, সিলেট জেলা ছাত্রদলের সহসাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিলাল উদ্দিন শিপু, ওয়াসিম ব্রিগেড সিলেট শাখার নেতা সাংবাদিক নিজাম উদ্দিন টিপু প্রমুখ।
এছাড়া মানববন্ধনে ‘শহিদ ওয়াসিম ব্রিগেড’র কয়েশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।