সুরমা টাইমস ডেস্ক :
ডেভিল হান্ট অপারেশনে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা যুবলীগের শিক্ষা ও পাঠাগার সম্পাদক ঠিকাদার ব্যবসায়ী ডেভিল শহীদ মিয়াকে গ্রেফতার করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ।
গতকাল বুধবার শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সামন থেকে শান্তিগঞ্জ থানার এস আই মো. সুলেমানের নেতৃত্বে পুলিশের একটি দল যুবলীগ নেতা শহীদ মিয়াকে গ্রেফতার করে।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম আলী। নাশকতার সন্দেহে শান্তিগঞ্জ থানায় করা একটি মামলা তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
জানা যায়, গ্রেফতারকৃত শহীদ মিয়া বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় পদপদবী ব্যবহার করে সরকারি বিভিন্ন প্রকল্পের কাজ বাগিয়ে নিতেন৷ সাবেক পরিকল্পনা মন্ত্রীর পিএস হাসনাতের আস্তাবাজন লোক হওয়ায় এলাকায় দাপট দেখিয়ে নিরীহ মানুষদের উপন প্রভাব বিস্তার করে আসছিলেন এই শহীদ মিয়া।