সুরমা টাইমস ডেস্ক :
জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে টাওয়ার হ্যামলেটস শাখার উদ্যোগে গাজা ফিলিস্তিনে ইতিহাসের সবচেয়ে জঘন্যতম গণহত্যা ও মানবতাবিরোধী বিনাশযজ্ঞ এবং ভারতে ওয়াকফ বিল পাস করে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত (১০ই এপ্রিল) বৃহস্পতিবার বিকেলে পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্ট মিলনায়তনে টাওয়ার হ্যামলেটস শাখা জমিয়তের সভাপতি মাওলানা হাফিজ মুহাম্মদ ইলিয়াস সভাপতিত্ব ও টাওয়ার হ্যামলেটস জমিয়তের সেক্রেটারি মাওলানা নাজমুল হাসান পরিচালনায় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউকে জমিয়তের সভাপতি ডক্টর মাওলানা শুয়াইব আহমদ।
প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন ইউকে জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মুফতি আবদুল মুনতাকিম।
সভায় আরও বক্তব্য রাখেন ইউকে জমিয়তের সহ-সভাপতি মাওলানা সৈয়দ তামীম আহমদ,সহ সভাপতি হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী,ইউকে জমিয়তের জেনারেল সেক্রেটারি মাওলানা সৈয়দ নাঈম আহমদ ও সাংগঠনিক সম্পাদক মাওলানা শামছুল আলম কিয়ামপূরী।
প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মাওলানা শুয়াইব আহমদ বলেন,গাজা ফিলিস্তিনের ভয়াল বিনাশযজ্ঞে এ মুহূর্তে আল্লাহর সমীপে অশ্রুসিক্ত নয়নে কায়মনোবাক্যে নিয়মিত দোয়া মোনাজাতের প্রয়োজন সবচে’ বেশি। তিনি আগামী প্রতিবাদ কর্মসূচি গুলো স্বতঃস্ফূর্ত ভাবে পালনের জন্য সবার প্রতি আহ্বান জানান।
মুফতি আবদুল মুনতাকিম তাঁর বক্তব্যে বলেন মজবুত বৈশ্বিক ঐক্যের সুদূরপ্রসারী পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে গাজা ফিলিস্তিনে ইতিহাসের সবচেয়ে জঘন্যতম গণহত্যা ও মানবতাবিরোধী পাশবিক অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন মুসলমানদের উপর সময়ের সবচেয়ে বড় ফরজ দায়িত্ব।
এর জন্য তৃণমূল পর্যায়ে ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে মুসলিম সরকার গুলোর উপর কার্যকর চাপ সৃষ্টি এবং পর্যায়ক্রমে পুরো মানবজাতির মধ্যে বৃহত্তর ঐক্যের জোয়ার তৈরি করেই আমরা ইতিহাসের সবচেয়ে নির্মম এ জুলুম নির্যাতনের অবসান ঘটিয়ে গাজা ফিলিস্তিনের ভয়াল তান্ডব লীলা সহ সকল অনাচার থেকে মুক্তি পেতে পারি।
অবশ্য তাওবা ইস্তেগফার ও দোয়া মোনাজাত এবং মসজিদে মসজিদে কুনূতে নাযেলা পাঠ সময়ের অপরিহার্য দাবি।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আল্লামা হবিগঞ্জী রহ. জামাতা মাওলানা মুজাহিদ উদ্দিন চৌধুরী,বিশিষ্ট শিক্ষাবিদ মাস্টার আমির উদ্দিন,ইউকে জমিয়তের ট্রেজারার হাফিজ রশিদ আহমদ,লন্ডন মহানগর শাখার সেক্রেটারি মুফতি সৈয়দ রিয়াজ আহমদ, ও টাওয়ার হ্যামলেটস জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা তারেক আহমদ।
পরিশেষে ফিলিস্তিনের মজলুম মানুষ,ভারতের ষড়যন্ত্র কবলিত অত্যাচারিত মুসলমান ও দেশের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাদের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন ঢাকা থেকে আগত মেহমান মাওলানা হাবীবুল্লাহ মুহাম্মদ কুতুব উদ্দিন।