বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ধন্যবাদ জ্ঞাপন

সুরমা টাইমস ডেস্ক :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদ ও নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে দেশব্যাপী মহানগরীতে প্রতিবাদ ও সংহতি র‌্যালি অংশ হিসেবে সিলেট মহানগর বিএনপির আয়োজিত র‌্যালি সফল করায় সিলেটবাসী ও দলের সর্বস্থরের নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্রথম প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী।

এক মুঠোফোন বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, অল্প সময়ের নোটিশে সিলেটবাসী ও দলীয় নেতাকর্মীরা অত্যন্ত জনবহুল একটি কর্মসূচি পালন করেছেন সেজন্য আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।