সুরমা টাইমস ডেস্ক :
সারাদেশের মত সিলেটেও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় শুরু হয় পরীক্ষা। চলে বেলা ১টা পর্যন্ত।
প্রথম দিনের বাংলা ১ম পত্রের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১ শিক্ষার্থীকে বহিস্কার করা হয়। এছাড়া এ দিনে বোর্ডে অনুপস্থিত ছিলেন ৮৭৮ জন পরীক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ আহাম্মেদ ।
এবার সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ৯৪৫ শিক্ষা প্রতিষ্ঠানের এক লাখ ৩ হাজার ১ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছে। এরমধ্যে ছেলে ৪২ হাজার ১০৮ জন এবং মেয়ে ৬০ হাজার ৮৯৩ জন।
বোর্ডের অধীনে ১৫৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছে সিলেট শিক্ষা বোর্ড। এরমধ্যে সিলেটে ৬০, সুনামগঞ্জে ৩৫, মৌলভীবাজারে ২৬ ও হবিগঞ্জে ৩৩ কেন্দ্রে পরীক্ষায় বসেন শিক্ষার্থীরা।
গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে ৬ হাজার ৪১১ জন। এর মধ্যে ছাত্র ২ হাজার ৯৫৮ জন এবং ছাত্রী ৩ হাজার ৪৫৩ জন কমেছে। ২০২৪ সালে এ বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় এক লাখ ৯ হাজার ৪১২ ছাত্র-ছাত্রী।
এদিকে পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করেছে পুলিশ প্রশাসন। প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রকে পরীক্ষা চলাকালীন অস্থায়ীভাবে সংরক্ষিত এলাকা ঘোষণা করা হয়েছে। এ আদেশ আগামী ১৩ই মে পর্যন্ত বলবৎ থাকবে বলেও জানায় পুলিশ।