চলে গেলেন অভিনেতা মনোজ কুমার

সুরমা টাইমস ডেস্ক :

মারা গেছেন বলিউডের প্রবীণ অভিনেতা ও পরিচালক মনোজ কুমার। গতকাল শুক্রবার মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউড ইন্ডাস্ট্রিতে।

 

মনোজ কুমারের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বার্ধক্যজনিত সমস্যায় মৃত্যু হয়েছে তার। এ অভিনেতার বয়স হয়েছিল ৮৭ বছর।

ভারতীয় সংবাদ সংস্থাকে মনোজ কুমারের ছেলে কুনাল গোস্বামী বলেন, তিনি দীর্ঘদিন শারীরিক সমস্যায় ভুগছিলেন।

 

পাঞ্জাব রাজ্যে ১৯৩৭ সালে জন্মগ্রহণ করেন মনোজ কুমার। প্রকৃত নাম ছিল হরিকৃষ্ণ গোস্বামী।

ফ্যাশন শো’র মাধ্যমে ১৯৫৭ সালে বলিউডে পা রাখেন মনোজ কুমার।

এরপর ১৯৬১ সালে ‘কাঁচ কি গুড়িয়া’,‘পুরব অউর পশ্চিম’ এবং ‘ক্রান্তি’ চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন তিনি।

২০০৪ সালে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন মনোজ কুমার। সক্রিয় রাজনীতিতে যুক্ত ছিলেন তিনি।

তিনি ‘শহীদ’, ‘রুটি কাপড়া ঔর মাকান’ ও ‘ক্রান্তি’সহ একাধিক চলচ্চিত্রের মাধ্যমে হিন্দি চলচ্চিত্র শিল্পে নিজের আলাদা পরিচিতি গড়ে তোলেন। তার মৃত্যুতে ভারতসহ বলিউড সিনেমাপ্রেমীরা শোকাচ্ছন্ন।

 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে ‘ভারতীয় সিনেমার প্রতীক’ উল্লেখ করে লিখেছেন, ‘মনোজজির কাজ দেশপ্রেমের চেতনা জাগিয়ে তুলেছিল এবং তা ভবিষ্যৎ প্রজন্মকেও অনুপ্রাণিত করবে।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।