কথন আবৃত্তি উৎসবে মুক্তাক্ষর
সুরমা টাইমস ডেস্কঃ
সাংস্কৃতিক অগ্রযাত্রায় লক্ষ্যে সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। গতকাল সোমবার (১৩ই মার্চ) কথন আবৃত্তি সংসদ আয়োজন করে কথন সাংস্কৃতিক উৎসব-২০২৩। সিলেট মুক্তমঞ্চ রিকাবীবাজার নজরুল অডিটোরিয়াম প্রাঙ্গণে বিকেল ৪ টা ৩০ মিনিটে তিনদিন ব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।
আয়োজকদের আমন্ত্রণে আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর রাত সাড়ে সাতটায় প্রিয়াশ্রী কর পিউ’র গ্রন্থনায় ও বিমল করের নির্দেশনায় ঐশিকা তালুকদারের সঞ্চালনে দ্বৈত ও দলগত আবৃত্তি পরিবেশন করে।
ফাগুন মাস ও স্বাধীনতা মাসের কবিতা নিয়ে’ তোমার সঙ্গে কার তুলনা’ নির্মাণটি উপস্থাপন করা হয়। দলগত আবৃত্তি পরিবেশন করে নিনো, গুলজার, ত্রিদেব, নিলিমাঐশিকা, মনিষা ও প্রিয়াশ্রী কর পিউ।