সুরমা টাইমস ডেস্ক :
সিলেট নগরীর কয়েকটি স্থানে গাছের ডাল কেটে ঈদ শুভেচ্ছার বিলবোর্ড লাগানোয় মহানগর বিএনপির সহসভাপতি ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আমির হোসেনের সকল পদ স্থগিত করা হয়েছে।
গত শুক্রবার (৪ঠা এপ্রিল) বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জিকে গউছ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দলীয় পদ স্থগিতের বিষয়টি নিশ্চিত করা হয়।
বার্তায় বলা হয় সিলেট মহানগরের কয়েকটি স্থানে রোড ডিভাইডারে গাছের ডাল কেটে আপনার ঈদের শুভেচ্ছা বিলবোর্ড লাগানো হয়েছে।
ফলে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং দলীয় ভাবমুর্তি ক্ষুণ্ন হয়েছে। এতে আমির হোসেন দলীয় নির্দেশনা ও শৃঙ্খলা ভঙ্গ করেছেন।
বিষয়টি ইতিমধ্যেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে এসেছে। আমির হোসেনের এই গর্হিত কাজের জন্য নির্দেশক্রমে আগামী ৩ মাসের জন্য তাহার প্রাথমিক সদস্য পদ সহ দলের সকল পদ স্থগিত করা হলো।