তারেক রহমানের নির্দেশে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ইমদাদ চৌধুরী

সুরমা টাইমস ডেস্ক :

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আগামীর বাংলাদেশকে এগিয়ে নিতে ব্যবসায়ী সহ সকল স্তরের জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

 

বিএনপিকে নিয়ে দেশের মধ্যে একটি চক্র বিভিন্ন প্রোপাগন্ডা ছড়িয়ে যাচ্ছে, তা আমাদের প্রতিহত করতে হবে। কোনভাবেই যেন ওই চক্র আমাদের মধ্যে প্রবেশ না করে, সেদিকেও আমাদের নজর রাখতে হবে।

 

তিনি গত শুক্রবার বিকেলে নগরীর চৌকিদিঘীস্থ নিজ বাসায় সিলেটের বিভিন্নস্থরের ব্যবসায়ীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে উপরোক্ত কথাগুলো বলেন।

 

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, সহ-সভাপতি আব্দুল মল্লিক মুন্না, সাংগঠনিক সচিব নিয়াজ মোহাম্ম্দ আজিজুল করিম, আল-হামরা ব্যবসায়ী সমিতির সভাপতি সামসুল আলম, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি মুফতি নেহাল উদ্দিন, সহ-সভাপতি নুরুল ইসলাম সুমন, সহ-সভাপতি ছাদ মিয়া,

 

সাংগঠনিক সম্পাদক লায়েক আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক রাজু আহমদ, কোষাধ্যক্ষ কয়ছর আলী, মহানগর ব্যবসায়ী সমিতির নাহিদুর রহমান, নয়াসড়ক ব্যবসায়ী সমিতির হোসেন আহমদ, আব্দুস সোবহান, জাহেদ আহমদ,

 

রুকন আহমদ, জাকারিয়া ইমরুল, গোলজার আহমদ, মনিরুল ইসলাম, জাকারিয়া আহমদ, মো. শাহাজাহান, রাজু আহমদ প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।