স্বাধীনতা দিবসে সিলেট জেলা বিএনপির পুষ্পস্তবক অর্পণ

সুরমা টাইমস ডেস্ক :

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সিলেট জেলা বিএনপি নানা কর্মসূচির আয়োজন করে। এর অংশ হিসেবে ২৬ মার্চ (বুধবার) সকাল ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি নেতৃবৃন্দ বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ তৎকালীন মেজর জিয়ার স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে স্বাধীনতা সংগ্রামের সূচনা হয়, যা মুক্তিযুদ্ধে রূপ নেয়।

 

তারা শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন এবং ইতিহাস বিকৃতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

 

এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সহসভাপতি ও জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আশিক উদ্দিন আশুক, ইসলামী ঐক্যজোটের (একাংশ) চেয়ারম্যান অ্যাডভোকেট মাওলানা আবদুর রকিব,

জেলা বিএনপির উপদেষ্টা উসমান গণী, মামুন রশিদ ও অধ্যক্ষ জিল্লুর রহমান সুয়েব, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন ও আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আল আসলাম মুমিন,

ধর্ম বিষয়ক সম্পাদক আল মামুন খান, সহদফতর সম্পাদক মাহবুব আলম, সহসাংগঠনিক সম্পাদক অর্জুন ঘোষ, সহপ্রচার সম্পাদক শাহীন আলম জয়, সহধর্ম বিষয়ক সম্পাদক আহমদ সোলায়মান (চেয়ারম্যান),

সহক্রীড়া সম্পাদক সুমেল আহমদ চৌধুরী, শ্রমিক দলের নুরুল ইসলাম ও লিটন চৌধুরী। এছাড়া বিএনপির নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আতিকুর রহমান সাবু, জামাল উদ্দিন, বেলাল আহমদ, ফয়সাল আহমদ, ইসলাম উদ্দিন, নাসির উদ্দিন, সৈয়দ খায়রুল আলম প্রমুখ।

পুষ্পস্তবক অর্পণের পর বাদ জোহর শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সিলেট জেলা বিএনপির উদ্যোগে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

সেখানে মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

 

এছাড়াও বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলার আওতাধীন সব উপজেলা, পৌরসভা ও ইউনিট পর্যায়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।