সুরমা টাইমস ডেস্ক :
রমজান হলো আত্মশুদ্ধি ও সংযমের মাস, পাশাপাশি এটি দানশীলতা ও মানবসেবার এক অনন্য সময়। তাই তারেক রহমানের নির্দেশে বিএনপির নেতাকর্মীরা রমজানের শুরু থেকেই রোজাদারদের মাঝে ইফতার বিতরণ ও ইফতার মাহফি করে যাচ্ছে।
বক্তারা আরো বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা ১৭ বছর বিএনপির নেতাকর্মীদের কোন ধরনের আন্দোলন করতে দেয় নি।
দলীয় নেতাকর্মী ও পুলিশ দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার দলের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে।
ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর দলীয় নেতাকর্মী ও বিভিন্ন সংগঠন কোন ধরনের অনুমতি ছাড়াই সামাজিক ও দলীয় বিভিন্ন অনুষ্ঠান করতে পারছে।
বক্তারা বলেন, অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান চুনু মিয়া সব সময় মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন আমরা তার আত্মার মাহফেরাত কামনা করছি।
মঙ্গলবার (২৫ মার্চ) মোগলাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান চুনু মিয়ার বাড়িতে সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি মইনুল ইসলাম মঞ্জুর এর পরিবারের উদ্যোগে গ্রামবাসী, রাজনীতিবিদ, সুশীল সমাজ, সাংবাদিক, পেশাজীবীদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ফালাকুজ্জামান চৌধুরী জগলু, সিলেট জেলা বিএনিপর প্রচার সম্পাদক লোকমান আহমদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি কাপ্তান হোসাইন, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মালিক মল্লিক, জেলা বিএনপির সদস্য ও দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল আলম বাহার,
মোগলাবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি আফতাব উদ্দিন, সিনিয়র সহ সভাপতি চান্দ আলী,
দাউদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওলিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ আহমদ চৌধুরী, ইউনিয়ন বিএনপির ফয়জুল ইসলাম বদই, সহ সভাপতি নজরুল ইসলাম পংকি, ওয়ার্ড বিএনপির সভাপতি বাদশা মিয়া, মুহিবুর রহমান, আব্দুল আহাদ পাবলু, সাধারণ সম্পাদক সইদ আলী, আবুল হোসেন, আলা উদ্দিন, কামাল আহমদ, ছালেক আহমদ, ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক সাহেদ আলম চৌধুরী, আনোয়ার হোসেন, আব্দুস সালাম।
উপস্থিত ছিলেন, মোগলাবাজার ইউনিয়যুব যুদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন উনু, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আশব আহমদ, সাবেক সাংগঠনিক সম্পাদক সুমন আহমদ আনসার, সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উদ্দিন মামুন, সিএনজি মোগলাবাজার শাখা সভাপতি সেবুল আহমদ,
জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক জামাল আহমেদ জুমন, ফখরুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য মিজান আহমদ, দক্ষিণ সুরমা স্বেচ্ছাসবক দল নেতা এলাইম মিয়া, রেজাউল আহমদ, মোগলাবাজার ইউনিয়ন যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক সালাম আহমদ, সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক আলী আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাদশা মিয়া, আশিকুর রহমান, আব্দুল্লাহ আল মতি, আব্দুল মালেক প্রমুখ।