সুরমা টাইমস ডেস্ক :
সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও হযরত শাহজালাল (রহ.) ভক্তবৃন্দ পরিষদের সাবেক সিনিয়র সহসভাপতি এবং মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান সিলেটের শালিসি ব্যক্তিত্ব মরহুম আলহাজ্ব শেখ মো. মকন মিয়া চেয়ারম্যান ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনাসভায়, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৫শে মার্চ) বিকেল সাড়ে ৫টায় মরহুমের পরিবার আয়োজিত মহানগরীর ২৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত আলহাজ্ব শেখ মো. মকন কমপ্লেক্সে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তরা বলেন, আলহাজ্ব শেখ মো. মকন মিয়া ছিলেন বহুমুখি প্রতিভার মানুষ। তিনি সিলেটবাসীর বিপদে-আপদে সবসময় পাশে ছিলেন। মকন মিয়া দলমতের ঊর্ধ্বে উঠে তাঁর সারাটা জীবন মানবসেবায় কাজ করে গেছেন।
সিলেটের মানুষের অধিকার আদায়ে সংগ্রামে তিনি ছিলেন আপোষহীন। আলহাজ্ব শেখ মো. মকন মিয়া শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল বিএনপির দুর্দিনে পতিত স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে গেছেন।
বিএনপির দুঃসময়ে ত্যাগী নেতাকর্মীদের আশ্রয়স্থল ছিলেন তিনি। সিলেটপ্রেমী শেখ মো. মকন মিয়ার অবদান কখনো ভুলার নয়।
অনুষ্ঠানে ব্যবসায়ী নেতারা বলেন, আলহাজ্ব শেখ মো. মকন মিয়া সিলেটের ব্যবসায়ীদের জন্য এক ত্রাণকর্তা ছিলেন।
ব্যবসায়ীদের যেকোন বিপদ-আপদ নিজের মনে করে তিনি আমাদের পাশে দাঁড়াতেন। তিনি কখনো কাউকে রাজনৈতিক চোখে দেখেনি। রাজনীতির ঊর্ধ্বে উঠে তিনি কাজ করে গেছেন।
মরহুম শেখ মো. মকন মিয়ার কনিষ্ঠ ছেলে ও দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের আহŸায়ক কমিটির সদস্য শেখ মো. মাহফুজুর রহমান মুন্নার পরিচলনায় ও আনজুমানে আল-ইসলাহ’র কেন্দ্রীয় মহাসচিব মাওলানা এ কে এম মনোওর আলী সভাপতিত্বে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কয়েছ লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন খান, সিলেটের শালিসি ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক, দক্ষিণ সুরমা উপজেলা জামায়াতের আমির সোহেল রানা,
২৮ নং ওয়ার্ড জামায়াতের আমির আবুল হোসেন, ইউনিয়ন পরিষদের সাবেক সচিব আবদুল করিম, বিশ্বনাথ থানা বিএনপির সিনিয়র সদস্য ও আরব আমিরাত শাখা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খসরু মিয়া, হযরত শাহজালাল (রহ.) ভক্তবৃন্দ পরিষদের সিনিয়র সহসভাপতি ফরিদ উদ্দিন, দক্ষিণ সুরমা থানা বিএনপির সদস্য সচিব মকসুদ আহমদ, জেলা জাতীয় পার্টির সহসভাপতি ইশরাকুল হোসেন শামীম, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক আবদুল আহাদ,
মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আবদুর রহমান রিপন, সহসভাপতি মুফতি নেহাল আহমদ, আবদুর রব, সিলেট ট্রেড সেন্টার ভেজিটেবল মার্কেটের সভাপতি ছাদ মিয়া, সহসভাপতি আলাউদ্দিন মিয়া, লায়েক আহমদ, হাজী মাসুদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল,
সিলেট জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক সাহেল শাহ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি নেতা লোকমান হোসেন, বখতিয়ার আহমদ ইমরান, বিএনপি নেতা সুমন আহমদ, যুবদল নেতা এমাদ উদ্দিন এনাম, সিলেট জেলা ছাত্রদলের সহসাংস্কৃতিক সম্পাদক হিলাল উদ্দিন শিপু, শ্যামল সিলেট’র স্টাফ রিপোর্টার নিজাম উদ্দিন টিপু,
বিএনপি নেতা এমদাদ হোসেন, আজাদ মিয়া, রামপাশা ইউনিয়ন বিএনপি নেতা এনাম আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা নুরুল হক প্রমুখ।
ইফতারের পূর্বে মরহুম শেখ মো. মকন মিয়ার আত্মার মাগফেরাত কামনা করেন মোনাজাত পরিচালনা করেন আওলিয়া ফেডারেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা খাজা মঈনুদ্দিন আহমদ জালালাবাদী।
ইফতার মাহফিলে আগত অতিথিদের স্বাগত জানান শেখ মো. মকন মিয়ার জ্যোষ্ঠ পুত্র যুক্তরাজ্য বিএনপি নেতা শেখ মতিউর রহমান মতি।