সিলেটস্থ রংপুর বিভাগীয় সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সুরমা টাইমস ডেস্ক :

সিলেটস্থ রংপুর বিভাগীয় সমিতির উদ্যোগে ইফতার মাহফিল রোববার (২৩ মার্চ) বিকেলে নগরীর পাঠানটুলাস্থ একটি অভিজাত পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়।

মাহফিলে সভাপতিত্ব করেন রংপুর বিভাগীয় সমিতি সিলেটের সভাপতি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মাহবুব ই ইলাহী। রংপুর বিভাগীয় সমিতির সহ-সভাপতি ও ইফতার বাস্তাবায়ন কমিটির আহবায়ক শাবিপ্রবি’র প্রফেসর মো. মোখলেছুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা মাউন্ট এডোরা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও কার্ডিওলজি বিভাগের প্রফেসর ডা. এম আখতারুজ্জামান, শাবিপ্রবি’র প্রফেসর ডা. মো. শফিকুল ইসলাম, কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. তুহিন,

 

মাউন্ট এডারা’র ডা. মাহমুদুল হাসান। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক ও শাবিপ্রবির মহা বিদ্যালয় পরিদর্শক মো. ইউনুস আলী।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন নজরুল ইসলাম, সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও কার্যকরী কমিটির সদস্য দৈনিক যুগান্তর পত্রিকার ফটোসাংবাদিক মামুন হাসান, সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও কার্যকরী কমিটির সদস্য শাহারুল ইসলাম মন্ডল, ইফতার বাস্তবায়ন কমিটির আহবায়ক এস এম আমিন, প্রফেসর ড. ফুয়াদ মন্ডল, রবিউল ইসলাম, বেলাল আহমদ, মুমিনুল হক, শফিকুল ইসলাম, রাজু আহমদ প্রমুখ।

ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তারা বলেন, পবিত্র রমজান আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য এক বিশেষ নিয়ামত।

 

রহমত ও বরকতের এই মাসে আমাদের জাহান্নামের আগুন থেকে মুক্তিলাভের চেষ্টা করা উচিত। বক্তারা রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে মানবতার কল্যাণে কাজ করার আহবান জানান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।