কারাগারে ইলিয়াস আলীর স্ত্রীর গাড়ি ভাঙচুরকারী যুবলীগ নেতা

সুরমা টাইমস ডেস্ক :

নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনার গাড়ি ভাঙচুর মামলার আসামি যুবলীগ নেতা ফারুক আহমদকে (৩৫) কারাগারে প্রেরণ করা হয়েছে।

গত বুধবার (১৯শে মার্চ) তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সিলেটের ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, গত মঙ্গলবার (১৮ই মার্চ) তাকে উপজেলার তাজপুর বাজার থেকে গ্রেফতার করেন।

অভিযুক্ত ফারুক আহমদ উপজেলার তাজপুর ইউনিয়নের পালপাড়া গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে ও ওসমানীনগর যুবলীগ নেতা। এ নিয়ে মামলায় তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, গাড়ি ভাঙচুর মামলায় ফারুক আহমদ দীর্ঘদিন থেকে আত্মগোপনে ছিলেন। গোপন সাংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এরপর গত বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে গত বুধবার এ মামলার আসামি সিলেটের ওসমানী নগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য বেলাল আহমদকে গ্রেফতার করে পুলিশ।

এরপর গত সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার গোয়ালাবাজারে অভিযানে একই মামলায় অভিযুক্ত গোয়ালাবাজার ইউনিয়নের ব্রাহ্মণগ্রামের লাল মিয়ার ছেলে কাওছর মিয়াকে গ্রেফতার করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।