সিলেটে কর্মরত গণমাধ্যম কর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন হাবিুবর রহমান তাফাদার

স্টাফ রিপোর্টার::

সিলেটে কর্মরত গণমাধ্যম কর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন সিলেটের জনপ্রিয় সাপ্তাহিক সুরমা টাইমস-পত্রিকার সম্পাদক ও প্রকাশক ও যুক্তরাজ্যের বিশিষ্ট ইমিগ্রেশন অ্যান্ড এসাইলাম আইনজীবী হাবিুবর রহমান তাফাদার।

 

গতকাল বৃহস্পতিবার (২১শে মার্চ) রাত ১০টায় নগরীর রায়নগর রাজবাড়ীস্থ ‘সুরমা টাইমস’র কার্যালয়ে এক সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের মাধ্যমে সিলেটে কর্মরত গণমাধ্যম কর্মীরা তাকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করেন।

সংবর্ধনা প্রদানকালে উপস্থিত ছিলেন দৈনিক সমকাল’র স্টাফ রিপোর্টার ফয়ছল আহমদ বাবলু, ৩৬নং ওয়ার্ডের কাউন্সির প্রার্থী ও সাংবাদিক বদরুর রহমান বাবর, দৈনিক সোনালী কণ্ঠ’র ব্যুারো প্রধান ও গোয়ইনঘাট উপজেলা প্রেসক্লাব’র আহ্বায়ক মো. ইসলাম আলী, সাপ্তাহিক সুরমা টাইমস’র ব্যবস্থাপনা সম্পাদক বাপ্পী চৌধুরী,

দৈনিক শ্যামল সিলেট’র স্টাফ রিপোর্টার নিজাম উদ্দিন টিপু ও তাইনুল আসলাম, দৈনিক সবুজ সিলেট’র স্টাফ রিপোর্টার হিলাল উদ্দিন শিপু, সাদিকুর রহমান সেলিম ও স্টাফ ফটোগ্রাফার তারেক চৌধুরী রাহেল,

দৈনিক শ্যামল সিলেট’র সহকারী বিজ্ঞাপন ব্যবস্থাপক সুমন আহমদ, সাপ্তাহিক সুরমা টাইমস’র স্টাফ রিপোর্টার মো. ফখরুল ইসলাম, নাট্যব্যাক্তিত্ব সোহেল আহমদ (পাখি সোহেল), ৩৬ নং ওয়ার্ড ব্যবসায়ী দলের সভাপতি মো. সালাউদ্দিন প্রমুখ।

 

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিক ও আইনজীবী হাবিবুর রহমান তাফাদার বৃহত্তর সিলেটে সাহসিকতার মাধ্যমে সাংবাদিকতা করে গেছেন ।

তার ‘ক্ষুরধার’ লেখনির মাধ্যমে সিলেট অঞ্চলের সমস্যা, সম্ভাবনার বিভিন্ন বিষয় দেশ বিদেশের মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। তিনি সত্য সংবাদ প্রকাশ হতে কখনো নিজেকে বিরত রাখেন নাই।

 

স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে তাদের অনিয়ম দুর্নীতি, অত্যাচার এবং এদেশের সাধারণ আপামর জনতার কথা সাহসের সঙ্গে তুলে ধরার কারণে রোষানলে পড়েন সাংবাদিক ও আইনজীবী হাবিবুর রহমান তাফাদার।

তারপরও তিনি দমে যাননি। নির্যাতিত নিপীড়িত মানুষের কথা বলে দেশের মানুষের মণিকোঠায় ঠাঁই করে নিয়েছেন, তাই তিনি সিলেটে অঞ্চলের সাংবাদিকতার বাতিঘর।

তাঁর এই আদর্শকে বুকে ধারণ করে সিলেটের অনেকেই সাংবাদিকতার পেশায় যুক্ত হয়েছেন এবং বর্তমানে অনেকেই ঢাকার বড় বড় গণমাধ্যমে কাজ করছেন।

সংবর্ধনা সভায় সাপ্তাহিক সুরমা টাইমস-এর সম্পাদক ও প্রকাশক ও যুক্তরাজ্যের বিশিষ্ট ইমিগ্রেশন অ্যান্ড এসাইলাম আইনজীবী হাবিুবর রহমান তাফাদারকে সম্মাননা হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।