গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে বিএনপির কেন্দ্রিয়ভাবে ঘোষিত গণ-পদযাত্রা কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলার ১১টি ইউনিয়নে এ কর্মসূচি পালন করা হয়। গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নে সকাল ১১টায় ঢাকাদক্ষিণ বাজারে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে থেকে শুরু হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকাদক্ষিণ চৌমুহুনীতে এ পদযাত্রা শেষ হয়।
ঢাকাদক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহামন উতু মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহিবুর রহমানের পরিচালনায় অনুষ্টিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গোলাপগঞ্জ-বিয়ানীবাজার ৬ আসনের সাবেক সাংসদ পদপ্রার্থী ফয়সাল আহমদ চৌধুরী বলেছেন, বিদ্যুৎ, গ্যাস, নিত্যপণ্যসহ কৃষি উপকরণের মুল্যবৃদ্ধিতে দেশের মানুষ আজ দিশেহারা। অনির্বাচিত সরকার এর কোন নিয়ন্ত্রণ করতে পারছেনা। তারা আবারো একটি পাতানো নির্বাচন দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায়। যে সরকার জনগনের জান-মালের নিরাপত্তা দিতে পারেনা তদের ক্ষমতায় থাকার কোন অধিকার নেই। সরকার যত দ্রুত পদত্যাগ করবে ততই দেশের ও মানুষের মঙ্গল হবে।
সমাবেশে আরো বক্তব্য দেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নুমান উদ্দিন মুরাদ, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্নআহবায়ক শাহজান আহমদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক তানজিম আহমদ প্রমুখ।
পদযাত্রায় এছাড়া আরোও উপস্থিত ছিলেন, ঢাকাদক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান উতু, সাধারণ সম্পাদক মুহিবুর রহমান, সালমান আহমদ, ফখরুল ইসলাম, খন্দকার মাহতাবুর রহমান, আপ্তাব উদ্দিন,মাসুদ আহমদ, ফাহিম আহমদ, জিয়া আহমদ, রিমন আহমদ, মাছুম আহম, সোহেল আহমদ, নাইমুল ইসলাম পংকি, নজরুল ইসলাম, ইসলাম উদ্দিন,আনুর আহমদ. ছাত্রদল নেতা সালাহ উদ্দিন, নিশান আহমদ, জামিল আহমদ, সিজান আহমদ,শিপু আহমদ, ইমন আহমদ, রাজন আহমদ,ইমরুল ইসলাম, মান্না আহমদ,মান্না আহমদ, এমরান আহমদ,নাহিদ আহমদ, হাসান আহমদ, মুন্না আহমদ, তানিম আহমদ, শাকিল আহমদ, রনি আহমদ, সোহাগ আহমদ প্রমুখ।
এদিকে বাঘা ইউনিয়নে গণ-পদযাত্রায় শেষে বাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম কলিম উদিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আহাদুর রহমান কামরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল কাদির সেলিম, সিনিয়র সহসভাপতি জামাল আহমদ, কৃষকদলের সভাপতি ফুরুক আল মাহমুদ, জাহাঙ্গীর আহমদ তালুকদার, মনির আহমদ, বাসিতুর রহমান বাসিত প্রমুখ। ফুলবাড়ি ইউনিয়নে গণ-পদযাত্রায় শেষে ইউনিয়ন সভাপতি আতাউর রহমান আতা সভাপতিত্বে সাধারণ সম্পাদক এম এ মামুনের সঞ্চালনায় উপজেলা বিএনপির সহসভাপতি মাহবুবুর রহমান ফয়ছল, মামুনুর রশীদ মামুন প্রমুখ। গোলাপগঞ্জ সদর ইউনিয়নে গণ-পদযাত্রায় শেষে ইউনিয়ন সভাপতি কামরুল ইসলাম চৌধুরী সভাপতিত্বে জাহাঙ্গীর আহমদ চৌধুরী সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি আশফাক আহমেদ চৌধুরী প্রমুখ। লক্ষনাবন্দ ইউনিয়নে গণ-পদযাত্রায় শেষে ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিউর রহমান শামীমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নুর উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি নুর উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি কিবরিয়া কিবরিয়া প্রমুখ। লক্ষীপাশা ইউনিয়নে গণ-পদযাত্রায় শেষে ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি মকসুদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে ফখরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন জাকির ছাত্র বিষয়ক সম্পাদক কামরান আহমদ প্রমুখ। আমুড়া ইউনিয়নে গণ-পদযাত্রায় শেষে ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুল হক লুলু সভাপতিত্বে আব্দুল গফ্ফার কুটি সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি রুহেল আহমদ, জয়নাল আহমদ, মনসুর আহমেদ, আজনবী শিপন প্রমুখ। বুধবারী বাজার ইউনিয়নে গণ-পদযাত্রায় শেষে মাস্টার জয়নাল আবেদীনের সভাপতিত্বে যুগ্ন সম্পাদক নজরুল ইসলাম সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির নেতা নানু মিয়া, উপজেলা যুবদলের সদস্য সুলতান ময়হমুদ, জুয়েল আহমদ, উপজেলা ছাত্রদল নেতা শিপু ইসলাম, আশরাফুল কবির, রেদওয়ান আহমদ প্রমুখ। বাদেপাশা ইউনিয়নে গণ-পদযাত্রায় শেষে ইউনিয়ন বিএনপির সভাপতি লোকমান আহমদ লুকুছ সভাপতিত্বে শাহিন আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ছালিম আহমদ, তাজ উদ্দিন, বাবুর আলী, হাসির আলী, সেলিম আহমদ, রিপন আহমদ প্রমুখ। শরীফগঞ্জ ইউনিয়নে গণ-পদযাত্রায় শেষে ইউনিয়ন বিএনপির সভাপতি সামছুল ইসলাম গেদাই সভাপতিত্বে কামাল আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা রুহেল আহমদ, মারজান আহমেদ প্রমুখ। ভাদেশ্বর ইউনিয়নে গণ-পদযাত্রায় শেষে ইউনিয়ন বিএনপির সভাপতি তারেক জলিলের সভাপতিত্বে মাস্টার রিপন আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সদস্য সৈয়দ রেজাউল করিম আলো, ফরিদ আহমদ চৌধুরী প্রমুখ।
জনজীবনে নাভিশ্বাস সৃষ্টিকারী আওয়ামী দুঃশাসনের অবসানে ১০ দফা দাবি ও রাষ্ট্রীয় কাঠামো মেরামতের ২৭ দফা দাবিতে দেশজুড়ে গণ-পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে গোলাপগঞ্জ উপজেলার ১১ ইউনিয়নে এ গণ-পদযাত্রা অনুষ্টিত হয়।