সুরমা টাইমস ডেস্ক :
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে মাহে রামাদ্বানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৮ই মার্চ) হাসপাতাল বিল্ডিংয়ের ৭ম তলায় এ আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাগফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হলি সিলেট হোল্ডিং লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ডা. ফজলুর রহিম কায়সার। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ডা. জি. এম. মনিরুল ইসলাম।
ওয়ার্ডমাস্টার মো. ফয়েজ আহমদ হিরন এর সভাপতিত্বে ও ওয়ার্ডমাস্টার সৈয়দ মো. তারেক এর সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মো. আব্দুল আলেক, আব্দুল্লাহ আল ফারুক,
মো. আব্দুস সাত্তার ও দিলশাদ মিয়া। ইফতার মাহফিলে আয়োজনে ছিলেন মো. রইছ, মো. রিপন, ইমন, সাব্বির, সজীব, মোহন, দিপু, হাবিব, ফরহাদ, আবেদ, রাসেল, রাব্বি (২), , সৌরভ, কাজল, ইব্রাহিম,
ইমতিয়াজ, রাহিম, আবদাল, কাইয়ুম, দেলোয়ার, মো. বিপুল, বিপুল দাস, রাজনা প্রমুখ।
ইফতার মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।