বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের বিভাগীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচি আগামী ৩ জুন শনিবার বিভাগীয় প্রতিনিধি সভা সফল করার লক্ষ্যে বিভাগীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১টায় সিলেট বন্দর বাজারস্থ ব্রাহ্মমন্দরে এই সভার আয়োজন করা হয়।
বিভাগীয় সমন্বয় কমিটির সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক প্রদীপ কুমার দেবের পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট জেলা কমিটির সভাপতি এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ,
সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি দীপক চন্দ্র ঘোষ, মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মনবীর রায় মঞ্জু, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক কৃপেশ চন্দ্র পাল, সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট বিশ্বজিৎ চক্রবর্তী, মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক চেয়ারম্যান নকুল চন্দ্র দাস।
সভায় কেন্দ্রীয় কমিটির দিক নির্দেশনা অনুযায়ী নির্ধারিত তারিখে সিলেট জেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হবে। উক্ত বিভাগীয় প্রতিনিধি সভা সুন্দরভাবে সফল করার জন্য পুজা পরিষদ সহ সকল অঙ্গ সংগঠনগুলোর নেতৃবৃন্দের সাহায্য সহযোগিতা একান্তভাবে কামনা করা হয়েছে।
—বিজ্ঞপ্তি ।।