সুরমা টাইমস ডেস্ক:
জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, রক্তাক্ত জুলাই আন্দোলনের শহীদরা জাতির সম্পদ।
তাদের জীবন ও তাজা রক্তে ফ্যাসিবাদের বিরুদ্ধে অভুতপূর্ব বিপ্লব সাধিত হয়েছে। মানুষের জানমালের নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীকে গণহত্যায় লেলিয়ে দেয়ার নিকৃষ্ঠ নজির বিশ্বে আর কোথাও নেই। বর্তমানে আমাদের সামনে এক বিপর্যস্ত বাংলাদেশ।
ছাত্র-জনতার শাহাদাতের বিনিময়ে অর্জিত ২য় স্বাধীনতা যেন কোনভাবে ব্যাহত না হয় সেদিকে সবাইকে দৃষ্টি রাখতে হবে। এর ব্যত্যয় হবে জাতির জন্য আত্মহত্যার শামিল।
তিনি বলেন-জামায়াতের উদ্যোগে ১ম ধাপে জুলাই ২০২৪ বিপ্লবের শহীদ স্মারক ‘২য় স্বাধীনতায় শহীদ যারা’ এর ১০টি খন্ড প্রকাশিত হয়েছে।
আড়াই হাজার পৃষ্ঠার ১০টি খন্ডে ৭১৩ শহীদের জীবনী তুলে আনা হয়েছে। আরো ২টি খন্ডের কাজ শেষ পর্যায়ে রয়েছে। পর্যায়ক্রমে সকল শহীদের জীবনী লিপিবদ্ধ করা হবে। জুলাই বিপ্লবে শহীদ ও আহতরা আমাদের প্রেরণার উৎস।
রাষ্ট্রীয়ভাবে শহীদ পরিবার থেকে অন্তত একজনের কর্মসংস্থান এবং আহতদের দ্রুত সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। জামায়াত শুরু থেকেই জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহতদের পাশে ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে, ইনশাআল্লাহ।
তিনি গতকাল বুধবার দুপুরে সিলেট মহানগর জামায়াত আয়োজিত জুলাই ২০২৪ বিপ্লবের শহীদ স্মারক ‘২য় স্বাধীনতায় শহীদ যারা’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে, মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহাজাহান আলীর পরিচালনায় নগরীর সুবিদবাজারস্থ সিলেট প্রেসক্লাবে মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য, আহত, সিলেট জেলা ও মহানগর জামায়াত, বিভিন্ন রাজনৈতিক দল, সাংবাদিক, আলেম-উলামা, শিক্ষক-শিক্ষার্থী, চিকিৎসক আইনজীবী, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণীপেশার বিপুল সংখ্যক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে বুধবার দুপুরে জাতীয়ভাবে রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবে স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান।
একই সাথে দেশের ১০টি মহানগরে মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। যা ভার্চুয়ালীভাবে কেন্দ্রীয় অনুষ্ঠানের সাথে সংযুক্ত ছিল। এরই ধারাবাহিকতায় সিলেট মহানগরের উদ্যোগে মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।
সিলেটে মোড়ক উন্মোচন অনুষ্ঠানের উদ্বোধন করেন মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম। তারেকুল ইসলাম নোমানের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বর্ষিয়ান রাজনীতিবিদ ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খান, সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, অধ্যক্ষ কবি কালাম আজাদ, অধ্যক্ষ ডা. ফজলুর রহিম কায়সার, অধ্যাপক ডা. একেএম আক্তারুজ্জামান,
সাংবাদিক কলামিষ্ট আফতাব চৌধুরী, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, মহানগর নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল, সিলেট জেলা দক্ষিণ জামায়াতের সাবেক নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদ, সিনিয়র সাংবাদিক সেলিম আউয়াল, আব্দুল কাদের তাপাদার,
আমজাদ হোসাইন, কবীর আহমদ সোহেল, কবির আহমদ, আনিস আহমদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শাবির সমন্বয়ক দেলোয়ার হোসেন শিশির, শহীদ সাংবাদিক এটিএম তুরাবের বড় ভাই আবুল কালাম মোঃ শরীফ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট মহানগর সমন্বয়ক আবু সাঈদ, জুলাই আন্দোলনে শহীদ মোস্তাক আহমদের বড় ভাই সোহেল আহমদ ও আন্দোলনে আহত মামুন হোসাইন প্রমূখ।
মোড়ক উন্মোচন শেষে জুলাই ২০২৪ বিপ্লবের শহীদ স্মারক ‘২য় স্বাধীনতায় শহীদ যারা’ এর ১০টি খন্ডের প্যাকেজ সিলেট প্রেসক্লাব, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের হাতে তুলে দেয়া হয়।