এক নারীকে স্ত্রী দাবি করে টানা-হেচঁড়া দুই যুবকের!

সুরমা টাইমস ডেস্ক :

ব্রাহ্মণবাাড়িয়ার কসবায় এক নারীকে (২২) গত শুক্রবার সন্ধ্যায় দুই যুবক রাস্তায় স্ত্রী হিসেবে দাবি করে টানা-হেচঁড়া করলে এলাকাবাসী তাদেরকে আটক করে পুলিশে সোর্পদ করেছেন।

শনিবার সকালে পুলিশ ওই নারী ও গোলাম জিলানী নামে এক যুবককে জেল হাজতে পাঠিয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গোলাম জিলানী (২৮) কসবা পৌরসভার শান্তিপাড়া এলাকার বাসিন্দা। তিনি দুই সন্তানের জনক। অপরদিকে আশিক মিয়া (৩০) উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শ্যামবাড়ি গ্রামের বাসিন্দা।

গত শুক্রবার সন্ধ্যায় গোলাম জিলানী ওই নারীকে নিয়ে স্ত্রীর পরিচয়ে কসবা পৌর শহরের কদমতলী এলাকায় ঘোরাফেরা করছিলেন। এ সময় আশিক মিয়া এ ঘটনা দেখে ওই নারীকে তিনিও স্ত্রী দাবি করেন।

 

ওই সময় দুইজনই ওই নারীকে তাদের স্ত্রী দাবি করে টানা-হেঁচড়া করতে থাকেন। এ ঘটনা দেখে স্থানীয় লোকজন তাদেরকে আটক করে পুলিশকে খবর দেন।

 

পুলিশ খবর পেয়ে রাতে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসেন। থানাতেও তারা ওই নারীকে স্ত্রী দাবি করেন।

খবর পেয়ে জিলানীর স্ত্রী ও পরিবারের লোকজন আসলেও ওই নারী বিষয়ে কোনো প্রমাণ দিতে পারেনি। আশিক তার স্ত্রী হিসেবে প্রমাণ করতে পারলেও ওই নারী তাকে তালাক দিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন পুলিশকে।

পরে পুলিশ শনিবার সকালে ওই নারী ও গোলাম জিলানীকে গ্রেফতার দেখিয়ে ব্রাহ্মণবাড়িয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়েছে। আদালত তাদেরকে জেল হাজতে পাঠিয়েছে।

কসবা থানার ওসি মোহাম্মদ আবদুল কাদের বলেন, জিলানী ও ওই নারীকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।