সুরমা টাইমস ডেস্ক :
টিআরপি তালিকায় প্রথম সারির ধারাবাহিক ‘ফুলকি’ (Phulki)। আচমকাই এই ধারাবাহিককে (Bengali Serial) ঘিরে বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠছে।
নেপথ্যে ধারাবাহিকের একটি প্রোমো। যে প্রোমোতে দেখা যাচ্ছে ফুলকি ও তাঁর স্বামী নাকি আদপে ভাই-বোন!
অতীতেই পরিচালক দ্য ওয়ালের উপর আস্থা রাখতে বলেছিলেন, এবার এ নিয়ে মুখ খুললেন খোদ ‘ফুলকি’ ওরফে দিব্যানী মণ্ডল।
দ্য ওয়ালকে তিনি বললেন, ‘আমাকে নিয়ে আগেও একবার ট্রোল হয়েছিল। আমি বলেছিলাম, পায়রা বলে কি মানুষ নয়? খুব হাসাহাসি হয় সেবার।
কিন্তু সে সময় ইনস্টাগ্রামে আমি অতটাও সক্রিয় ছিলাম না বলে, ব্যাপারটা সেভাবে উপভোগ করতে পারিনি। তবে এবার বেশ মজা পাচ্ছি।”