সুরমা টাইমস বিনোদন ডেস্ক : নিউ ইয়র্ক থেকে গ্রেপ্তার হলেন ‘রকস্টার’ খ্যাত অভিনেত্রী নারগিস ফাখরির বোন আলিয়া ফাখরি। প্রাক্তন প্রেমিক এবং তার বন্ধুকে হত্যার দায়ে গ্রেপ্তার করা হয়েছে তাকে। জানা যায়, ৪৩ বছরের আলিয়া ফাখরির বিরুদ্ধে নিউ ইয়র্কের ক্যুইন্সে একটি গ্যারাজে আগুন ধরিয়ে দেন। সেই আগুনে ঝলসে মৃত্যু হয় ৩৫ বছরের এডওয়ার্ড জেকব এবং ৩৩ বছরের অ্যানাস্টেশিয়া এটিয়েনের। এক প্রত্যক্ষদর্শী জানায়, সোমবার সকালে সেই গ্যারাজের সামনে দেখা যায় আলিয়াকে। চিৎকার করে তিনি বলতে থাকেন তোমরা সবাই আজ মরবে। গ্যারাজটির উপর তলায় থাকতেন জেকব। সেই প্রত্যক্ষদর্শী আরও জানান, আলিয়া চিৎকার করার পরই দেখেন গ্যারাজটি দাউ দাউ করে জ্বলছে। তার বয়ানের ভিত্তিতেই নারগিস ফাকরির বোনকে পুলিশ গ্রেপ্তার করেছে। নিউ ইয়র্কের কুইন্সের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলিন্ডা ক্যাটজ জানান, ঘটনার সময়ে গ্যারাজের উপরের তলার ঘরেই ছিলেন জেকব এবং এটিয়েন। তবে কোনওভাবেই তারা আগুনের হাত থেকে বেঁচে বেরিয়ে আসতে পারেননি। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় দু’জনেরই। তিনি বলেন, দু’জন ব্যক্তিকে পুড়িয়ে মারার অভিযোগে দোষী সাব্যস্ত হলে আলিয়া ফাখরির সর্বোচ্চ সাজা হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড।