স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় হবিগঞ্জে শ্রমিকের কারাদণ্ড

সুরমা টাইমস ডেস্ক :

সিলেটের হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বিদ্যালয়ে যাওয়ার পথে দশম শ্রেণির ছাত্রীর পথ আটকে উত্ত্যক্ত করার অপরাধে মন্নান মিয়া (২১) নামে রেস্তোরাঁ শ্রমিককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল শনিবার (৮ই মার্চ) দুপুরে চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম উপজেলার মিরাশী গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন।

সাজাপ্রাপ্ত মন্নান মিয়া মিরাশী গ্রামের সালাম মিয়ার ছেলে ও স্থানীয় বাজারে রেস্তোরাঁয় শ্রমিকের কাজ করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।