পরীমনির সাবেক স্বামী সৌরভ গ্রেফতার

সুরমা টাইমস ডেস্ক :

চিত্রনায়িকা পরীমণির সাবেক স্বামী ফেরদৌস কবির সৌরভকে (২৯) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গত বৃহস্পতিবার (৬ই মার্চ) রাজধানীর বসুন্ধরা রেসিডেন্সিয়াল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গ্রেপ্তারকৃত সৌরভ যশোরের কেশবপুর পৌরসভার আওয়ামী লীগ নেতা মেয়র রফিকুল ইসলামের সহচর। তিনি সাবেক এমপি শাহিন চাকলাদার গ্রুপের লোক ছিলেন।

পরীমণির সঙ্গে সৌরভের বিয়ে হয় ২০১২ সালের ২৮শে এপ্রিল। দেনমোহর ধার্য ছিল এক লাখ টাকা। তবে বিয়ের দুই বছর পর থেকেই তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়।

 

মাদকের মামলায় পরীমণির গ্রেপ্তারের পর তার সাবেক স্বামী ফেরদৌস কবীর সৌরভের সাক্ষাৎকার নিয়েছিল একটি শীর্ষস্থানীয় পত্রিকা।

 

সেখানে সৌরভের দেওয়া তথ্য মতে, তিনি ভালো ফুটবল খেলতে পারায় বিয়ের পর ঢাকার একটি ক্লাবে ফুটবল খেলার ডাক পান।

 

তখন স্ত্রী স্মৃতিকে নিয়ে ঢাকার বনশ্রীতে বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। স্ত্রীকে মিরপুরের একটি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি করান।

 

কলেজে পড়া অবস্থায় মিডিয়ায় জড়িত এক ব্যক্তির নজরে পড়েন স্মৃতি। তার বিভিন্ন রকম ছবি তুলে পত্রিকায় ছাপেন ওই ব্যক্তি।

 

এরপর তাকে মডেল ও অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখান। তখন শামসুন্নাহার স্মৃতি নাম পাল্টে তিনি পরীমণি হয়ে যান এবং স্বামীর সঙ্গে দূরত্ব বাড়তে থাকে।

 

পরে মিডিয়ার সঙ্গে জড়িত সেই ব্যক্তিকে পরীমণি বিয়ে করেছেন বলে সৌরভ জানতে পারেন। এরপর ২০১৫ সালে সৌরভ ঢাকা ছেড়ে কেশবপুরে ফিরে যান।

সৌরভ কেশবপুর পৌরসভার সাবেক নারী কাউন্সিলর শাহানা কবির ফতেমার ছেলে।

এদিকে, ফের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় এসেছেন পরীমণি। সম্প্রতি, এক ব্যক্তির বাহুডোরে মাথা রেখে তোলা ছবি পোস্ট করেছেন তিনি।

গত মঙ্গলবার (৫ই মার্চ) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রকাশিত সেই ছবিতে ভালোবাসার আবহ ফুটে উঠেছে।

পরীমণি ছবিটির মাধ্যমে জীবনে নতুন করে বসন্তের বার্তা দিয়েছেন, যা মুহূর্তের মধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়।

নতুন সম্পর্ক নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে থাকলেও, পরীমণি এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।