আইনশৃঙ্খলা কমিটির মিটিং থেকে ৪ ইউপি চেয়ারম্যান আটক

সুরমা টাইমস ডেস্ক :

জামালপুরের মেলান্দহে আইনশৃঙ্খলা কমিটির মাসিক মিটিং থেকে ৪ জন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ। আটক ৪ জনই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা।

গত বুধবার দুপুরে উপজেলা পরিষদের হলরুম থেকে তাদের আটক করা হয়।

আটক হওয়া ব্যক্তিরা হলেন, উপজেলার চরবানীপাকুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহাদাৎ হোসেন ভুট্টো, ফুলকোচা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, ঘোষেরপাড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সাইদুল ইসলাম লিটু, শ্যামপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য এস এস সায়েদুর রহমান।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট বলেন, অপারেশন ডেভিল হান্ডের অংশ হিসেবে জেলা ডিবি পুলিশের সহায়তায় তাদেরকে আটক করা হয়েছে। আটক হওয়া ব্যক্তিরা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ হেফাজতে আছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।