দক্ষিণ সুরমায় বাস, পিকআপ ও দুই মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১

সুরমা টাইমস ডেস্ক :

সিলেটের দক্ষিণ সুরমায় বাস, পিকআপ ও দুই মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ। সংঘর্ষে ইসাক আলী (৪৬) নামে এক মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চাজন।

গতকাল বৃহস্পতিবার (২৭শে ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন লালাবাজার অতিরবাড়ি এলকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসাক আলী (৪৬) সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৬ নাম্বার ওয়ার্ডের হাবড়া গ্রামের ইসরাক আলী নিহত। এ ঘটনায় আহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে লালাবাজার অতিরবাড়ি এলাকায় সিলেটগামী একটি পিকআপ ট্রাকের সাথে বিপরিত দিক থেকে আসা দুই মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

এ সময় পিকআপ ট্রাককের এিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে । এতে ইসাক আলী সহ আরো চারজন আহত হন। আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ইসাক আলীকে মৃত ঘোষনা করেন।

 

দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের মধ্যে আরো একজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনাকবলিত বাস, পিকআপ ও দুই মোটরসাইকেল পুলিশ হেফাজতে নিয়েছে। ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট লাগে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।