সুরমা টাইমস ডেস্ক :
সিলেট শহরতলীর আখালিয়ার বড়গুল এলাকার ডলিয়ায় হামিদুর রহমান জামে মসজিদের উদ্ভোধন করা হয়েছে।
গত শুক্রবার (১৪ই ফেব্রুয়ারী) পবিত্র জুমার নামাজ আদায়ের মাধ্যমে নবনির্মিত এ মসজিদের উদ্ভোধন করা হয়।
নামাজ শেষে স্হানীয় হামিদ নগর আবাসিক এলাকায় অবস্থিত জামেয়া আলহাজ্বা সাজেদা বেগম চৌধুরী মহিলা টাইটেল মাদ্রাসায় বুখারী খতম ও হামিদুর রহমান জামে মসজিদের উদ্ভোধন উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জামেয়া আলহাজ্বা সাজেদা বেগম চৌধুরী মহিলা টাইটেল মাদ্রাসার মুহতামিম মাওলানা ক্বারী আলহাজ্ব বিপ্লবী মুজিবুর রহমানের সভাপতিত্বে ও মাদ্রাসার পরিচালক হাফিজ মাওলানা মুফতি ইসমাইল আলীর পরিচালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে আলোচনা ও দোয়া পরিচালনা করেন, দারুল উলুম হেমু মাদ্রাসার শাযখুল হাদিস আল্লামা শায়েখ মুফতি রফিকুল হক।
মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রবীন শিক্ষাবিদ ও মানবাধিকার সংগঠক এম এ আলী জালালাবাদী, সদর উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক মোঃ আব্দুল খালিক,সিলেট কেন্দ্রীয় লেখক ফোরামের সাধারণ সম্পাদক এস এ শফি, সমাজসেবী মোঃ রইছ উদ্দিন, সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলাম,
সমাজসেবী আনোয়ার হোসেন, আব্দুস সামাদ, জামিল আহমদ, জাবেদ আহমদ। দোয়া মাহফিলে মাদরাসার শিক্ষক শিক্ষার্থী ছাড়াও এলাকার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।