আখালিয়ার বড়গুলে হামিদুর রহমান জামে মসজিদের উদ্বোধন

সুরমা টাইমস ডেস্ক :

 

সিলেট শহরতলীর আখালিয়ার বড়গুল এলাকার ডলিয়ায় হামিদুর রহমান জামে মসজিদের উদ্ভোধন করা হয়েছে।

গত শুক্রবার (১৪ই ফেব্রুয়ারী) পবিত্র জুমার নামাজ আদায়ের মাধ্যমে নবনির্মিত এ মসজিদের উদ্ভোধন করা হয়।

নামাজ শেষে স্হানীয় হামিদ নগর আবাসিক এলাকায় অবস্থিত জামেয়া আলহাজ্বা সাজেদা বেগম চৌধুরী মহিলা টাইটেল মাদ্রাসায় বুখারী খতম ও হামিদুর রহমান জামে মসজিদের উদ্ভোধন উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

জামেয়া আলহাজ্বা সাজেদা বেগম চৌধুরী মহিলা টাইটেল মাদ্রাসার মুহতামিম মাওলানা ক্বারী আলহাজ্ব বিপ্লবী মুজিবুর রহমানের সভাপতিত্বে ও মাদ্রাসার পরিচালক হাফিজ মাওলানা মুফতি ইসমাইল আলীর পরিচালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে আলোচনা ও দোয়া পরিচালনা করেন, দারুল উলুম হেমু মাদ্রাসার শাযখুল হাদিস আল্লামা শায়েখ মুফতি রফিকুল হক।

মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রবীন শিক্ষাবিদ ও মানবাধিকার সংগঠক এম এ আলী জালালাবাদী, সদর উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক মোঃ আব্দুল খালিক,সিলেট কেন্দ্রীয় লেখক ফোরামের সাধারণ সম্পাদক এস এ শফি, সমাজসেবী মোঃ রইছ উদ্দিন, সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলাম,

সমাজসেবী আনোয়ার হোসেন, আব্দুস সামাদ, জামিল আহমদ, জাবেদ আহমদ। দোয়া মাহফিলে মাদরাসার শিক্ষক শিক্ষার্থী ছাড়াও এলাকার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।